সংঘর্ষে টোটোর এক্সেল ভেঙে পড়ে যায়। ছিটকে পড়ে গুরুতর আহত হন টোটো চালক সদেব রায় এবং আরোহী অর্পণ তরফদার। সংঘর্ষে ছিটকে পড়ে বাইকের দুই আরোহী সুপ্রিয় গুহ এবং তাতাই সাহা। জখম দুই বাইক আরোহীই পুর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। টোটো চালক এবং আরোহী অরবিন্দপল্লী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এদিনের ঘটনা নিয়ে টোটো যাত্রী অর্পণ তরফদার বলেন, ধনী পরিবারের বেপরোয়া সন্তানদের জেট গতির স্পোর্টস বাইকের দাপটে শহরে চলাচল দায় হয়ে গেছে। রাত নামলে সেই দাপট আরও বেড়ে যায়।
advertisement
আরও পড়ুন - Interest: আপনার PF অ্যাকাউন্টে সুদ ট্রান্সফার শুরু হয়েছে, নিজেই হিসেব করে মিলিয়ে নিন কত সুদ পেলেন
পুলিশ ও ট্রাফিক বিভাগ হয়তো এই বড়োলোকেদের পকেটে থাকে তাই কোন ব্যবস্থা নেয় না। মাথা ফেটে বা মৃত্যুর মুখ থেকে ফিরতে হয় আমাদের মতো সাধারণ মানুষকে।বেপরোয়া স্পোর্টস বাইকের দাপট রুখতে এদিন দুর্ঘটনাস্থলে দীর্ঘসময় বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি একশ্রেণীর বাইক চালক বেপরোয়াভাবে শহরের উপর দিয়ে দাপিয়ে বেড়ায়। এই বাইক চালকদের রাত বাড়তেই বেপরোয়া মোটরবাইক চালানোর ফলে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।পুলিশ প্রশাসনের এই বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে করা পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
SEKH ROCKY CHWDHURY