ডিজে বাজানো নিয়ে বিবাদের জেরে সালিসি সভা। সেই সালিশি সভায় ডিজের মালিককে পিটিয়ে খুনের অভিযোগ । অভিযুক্ত পুজো কমিটিরই এক সদস্য। চাঞ্চল্যকর ঘটনা মালদহ জেলার মানিকচক থানার ছোট ধরমপুর এলাকায়। মৃত যুবকের নাম পরিমল মন্ডল (২৮)। বাড়ি মানিকচক থানার ছোট ধরমপুর এলাকায়। মৃত যুবকের বাড়ি মানিকচক থানার কালিন্দ্রী দামোদরপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মানিকচকের ছোট ধরমপুর এলাকায় সরস্বতী পূজোর বিসর্জনে ডিজে ভাড়া নিয়ে যায় পরিমল।
advertisement
আরও পড়ুন - Weather Update: কলকাতায় ঠান্ডার জবর কামড়! এরইমধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের চোখ রাঙানি
আরও পড়ুন - এ দেশে কোনও হাইকোর্টেই মহিলা প্রধান বিচারপতি নেই, জানিয়ে দিল কেন্দ্র
শোভাযাত্রা চলার সময় দেখা দেয় বিবাদ। একদল লোক ডিজে বাজানোর প্রতিবাদ করে। তাঁদের কথা শুনে ডিজে বাজানো বন্ধ করেন পরিমল। কিন্তু, এতে চটে যায় পুজো কমিটির একদল সদস্য। কেন তাঁদের অনুমতি না নিয়ে অন্যের কথা শুনে বাজানো বন্ধ করা হয়েছে? এই নিয়ে প্রথমে বচসা তারপরে মারধর করা হয় বলে অভিযোগ। কেন পুজো কমিটির অনুমতি ছাড়া ডিজে বন্ধ করা হয়েছে? তা নিয়ে শুরু হয় বিবাাদ। কমিটির সদস্যরা ডিজে বন্ধের অভিযোগে মালিকের 'সালিশি' করেন। পরে পুজো কমিটির এক সদস্য ডিজে মালিকের মাথায় ভারি কিছু দিয়েে আঘাত করে। ঘটনায় রক্তাক্ত হয়ে পড়ে পরিমল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে এদিন দুপুরে মৃত্যু হয় পরিমলের। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার ও পরিজনদের মধ্যে। এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন মৃতের স্ত্রী সহ পরিবারের লোকজন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত এবং তাঁর পরিবারের আরও এক সদস্যকে আটক করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন জানিয়েছে পুলিশ।
Sebak DebSarma