আরও পড়ুনঃ উৎসবের মরশুমে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বড় আপটেড রেলের! জানুন
তিনশো বছরের প্রাচীন মন্দিরে এক সময় পুরোহিতের দায়িত্ব সামলেছেন ভবানী পাঠক। এর পর নয়ন কাপালিক। গত ২৩ বছর ধরে পুরোহিতের দায়িত্ব সামলেছেন সুভাষ চৌধুরী। সকাল থেকে শুরু হয়েছে নিত্য পুজো। সুভাষ বাবু জানান, রাত ৯ টা ৩০ এ পুজোয় বসবেন। মূল পুজো শুরু হবে মধ্য রাতে। পুজো শেষ হতে রাত গড়িয়ে ভোর হয়ে যাবে।
advertisement
দেবীচৌধুরানীর কালী পুজোয় শোল, বোয়াল মাছের ভোগ দেওয়া হয়ে থাকে। এই বছর তিস্তা নদীর জল দূষনের কারনে অন্য নদীর মাছ দিয়ে ভোগের ব্যবস্থা করা হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন। সারা বছর নিয়ম করে পুজো হলেও কালীপুজোয় মহা জাঁকজমকের সঙ্গে মা পুজিত হন। স্থানীয়দের দ্বারাই মূলত পরিচালিত হয়ে আসছে এই মন্দিরের কালী পুজো। পাশ দিয়ে বয়ে গিয়েছে রুকরুকা নদী সেই নদী। সেই নদীরও এখন বেহাল দশা।