TRENDING:

Diwali 2023: দেবী চৌধুরানীর শ্মশানকালীর পুজো আজও জমজমাট, দূর-দুরান্ত থেকে আসে অগণিত ভক্ত

Last Updated:

জলপাইগুড়ি শহরের শেষ প্রান্তে অবস্থিত জাতীয় সড়কের পাশে গোশালা মোড়ে মাড়োয়ারি শ্মশান লাগোয়া অবস্থিত দেবী চৌধুরানীর জাগ্রত শ্মশানকালী মন্দির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের শেষ প্রান্তে অবস্থিত জাতীয় সড়কের পাশে গোশালা মোড়ে মাড়োয়ারি শ্মশান লাগোয়া অবস্থিত দেবী চৌধুরানীর জাগ্রত শ্মশানকালী মন্দির। মধ্য রাতে মূল পুজো। তন্ত্রমতে পুজিত হন দেবীচৌধুরানীর শ্মশান কালী। তবে সকাল থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ির গোশালা মোড়ে দেবীচৌধুরানীর মন্দিরে।
advertisement

আরও পড়ুনঃ উৎসবের মরশুমে বন্দে ভারত এক্সপ্রেস‌ নিয়ে বড় আপটেড রেলের! জানুন

তিনশো বছরের প্রাচীন মন্দিরে এক সময় পুরোহিতের দায়িত্ব সামলেছেন ভবানী পাঠক। এর পর নয়ন কাপালিক। গত ২৩ বছর ধরে পুরোহিতের দায়িত্ব সামলেছেন সুভাষ চৌধুরী। সকাল থেকে শুরু হয়েছে নিত্য পুজো। সুভাষ বাবু জানান, রাত ৯ টা ৩০ এ পুজোয় বসবেন। মূল পুজো শুরু হবে মধ্য রাতে। পুজো শেষ হতে রাত গড়িয়ে ভোর হয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

দেবীচৌধুরানীর কালী পুজোয় শোল, বোয়াল মাছের ভোগ দেওয়া হয়ে থাকে। এই বছর তিস্তা নদীর জল দূষনের কারনে অন্য নদীর মাছ দিয়ে ভোগের ব্যবস্থা করা হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন। সারা বছর নিয়ম করে পুজো হলেও কালীপুজোয় মহা জাঁকজমকের সঙ্গে মা পুজিত হন। স্থানীয়দের দ্বারাই মূলত পরিচালিত হয়ে আসছে এই মন্দিরের কালী পুজো। পাশ দিয়ে বয়ে গিয়েছে রুকরুকা নদী সেই নদী। সেই নদীরও এখন বেহাল দশা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Diwali 2023: দেবী চৌধুরানীর শ্মশানকালীর পুজো আজও জমজমাট, দূর-দুরান্ত থেকে আসে অগণিত ভক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল