বিজেপির পরিবর্তন যাত্রাতে ভাঙচুর চালানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রাজ্য সভাপতি বলেন, "তৃণমূল আগে দিনে আমাদের গাড়ি ভাঙচুর করত। এখন রাতচড়া হয়েছে। রাতে ভাঙছে। আমরা চাইলে হাত, পা ভাঙতে পারি। কিন্তু, গণতন্ত্রে লুকিয়ে কাজের সুযোগ নেই। এখন যাঁরা গাড়ি ভাঙচুর করছে আমরা তাঁদের সরকার ভেঙে দেব।'
advertisement
পরিবর্তন যাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করে দিলীপ ঘোষ বলেন, মানুষ পরিবর্তন চাইছেন। তাই পরিবর্তন যাত্রায় প্রচুর ভিড় হচ্ছে। রাজ্যে পরিবর্তন হলে মায়েরা, মেয়েরা, বউয়েরা বাইরে গেলে টেনশনে থাকতে হবে না। মেয়েরা টিউশনে গেলে কেউ ট্যাঁরা চোখে দেখা, হাত ধরে, আঁচল ধরে টানার আর সুযোগ পাবে না। মেয়েদের সম্মান সুরক্ষিত হবে। কাজের প্রয়োজনে ভিন রাজ্যে যেতে হবে না। রাজ্যেই কলকারখানা হবে। স্কুলে গিয়ে শিক্ষক মিলবে, পড়াশোনা হবে। চিকিৎসার জন্য আর ভেলোর বা মুম্বইয়ে যেতে হবেনা। রাজ্যের হাসপাতালে চিকিৎসা মিলবে। আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ মিলবে। থানায় গেলে অভিযোগ জানানোর জন্য পুলিশ মিলবে। কৃষকরা চাষের জন্য আর্থিক সাহায্য পাবেন। রাস্তা, আলো, জল, পাইপ-সবই হবে। সমাজে কাটমানি থাকবে না, সিন্ডিকেট রাজ থাকবে না। দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের আবহ তৈরি হয়েছে। দিদিমণি এতে ভয় পেয়েছেন।
এ দিন দক্ষিণ দিনাজপুর থেকে মালদহে এসে পৌঁছয় বিজেপির পরিবর্তন যাত্রা। এ দিন হবিবপুর ও মালদহ বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে রাতে পরিবর্তন যাত্রা শেষ হয়। আগামীকাল পরিবর্তন যাত্রা হবে মালদা শহরে। আগামী ২ মার্চ মালদহের গাজোলে উত্তরবঙ্গ পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংহ প্রমূখ নেতৃত্ব।
Sebak DebSarma