TRENDING:

'মেয়ে বেশি দিন বাপের বাড়ি থাকলে মানুষ ভাল চোখে দেখে না', মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের...

Last Updated:

শনিবার মালদহের পরিবর্তন যাত্রার নেতৃত্ব দিয়ে সভা থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: "উনি বলছেন, আমি বাংলার নিজের মেয়ে। কোনও মেয়ে বাপের বাড়িতে বেশি দিন থাকলে মানুষ ভাল চোখে দেখে না। ১০ বছর বাড়ির মেয়ে হয়েছিলেন। এবার তো বিদেয় করা উচিত। তাই আমরা ২ মে  বিদায়ের ব্যবস্থা করেছি। ২ মে, মেয়ে বিদেয় হয়ে যাবে বাংলা থেকে। আগামী নির্বাচন বিদায়ের নির্বাচন।" শনিবার মালদহের পরিবর্তন যাত্রার নেতৃত্ব দিয়ে সভা থেকে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এ দিন আরও বলেন, "এখন বলছেন আমি মহিলা। এতদিন কি ব্যাটা ছেলে ছিলেন। আপনি কেমন মহিলা? আপনি মহিলাদের অসম্মান করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে। চরিত্র খারাপ বলেছেন। ধর্ষণ রোধ করতে পারেন নি। উল্টে ক্ষতিপূরণ দিয়েছেন। আপনার মত এমন মহিলাকে আমরা চাই না।" মুখ্যমন্ত্রীর স্কুটি চালিয়ে প্রতিবাদের কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বলেন, "স্কুটি চালাচ্ছিলেন তাও পুলিশ ধরে ধরে। পুলিশ ছাড়া চলতে পারেন না। এখন তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি পাহারা দিচ্ছে পুলিশ। কারণ তাঁরা কাটমানি নিয়েছেন । সুযোগ পেলে মানুষ কলার ধরবে তৃণমূল নেতাদের।"
advertisement

বিজেপির পরিবর্তন যাত্রাতে ভাঙচুর চালানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রাজ্য সভাপতি বলেন, "তৃণমূল আগে দিনে আমাদের গাড়ি ভাঙচুর করত। এখন রাতচড়া হয়েছে। রাতে ভাঙছে। আমরা চাইলে হাত, পা ভাঙতে পারি। কিন্তু, গণতন্ত্রে লুকিয়ে কাজের সুযোগ নেই। এখন যাঁরা গাড়ি ভাঙচুর করছে আমরা তাঁদের সরকার ভেঙে দেব।'

advertisement

পরিবর্তন যাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করে দিলীপ ঘোষ বলেন, মানুষ পরিবর্তন চাইছেন। তাই পরিবর্তন যাত্রায় প্রচুর ভিড় হচ্ছে। রাজ্যে পরিবর্তন হলে মায়েরা, মেয়েরা, বউয়েরা বাইরে গেলে টেনশনে থাকতে হবে না। মেয়েরা টিউশনে গেলে কেউ ট্যাঁরা চোখে দেখা, হাত ধরে, আঁচল ধরে টানার আর সুযোগ পাবে না। মেয়েদের সম্মান সুরক্ষিত হবে। কাজের প্রয়োজনে ভিন রাজ্যে যেতে হবে না। রাজ্যেই কলকারখানা হবে। স্কুলে গিয়ে শিক্ষক মিলবে, পড়াশোনা হবে। চিকিৎসার জন্য আর ভেলোর বা মুম্বইয়ে যেতে হবেনা। রাজ্যের হাসপাতালে চিকিৎসা মিলবে। আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ মিলবে। থানায় গেলে অভিযোগ জানানোর জন্য পুলিশ মিলবে। কৃষকরা চাষের জন্য আর্থিক সাহায্য পাবেন। রাস্তা, আলো, জল, পাইপ-সবই হবে। সমাজে কাটমানি থাকবে না, সিন্ডিকেট রাজ থাকবে না। দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের আবহ তৈরি হয়েছে। দিদিমণি এতে ভয় পেয়েছেন।

advertisement

এ দিন দক্ষিণ দিনাজপুর থেকে মালদহে এসে পৌঁছয় বিজেপির পরিবর্তন যাত্রা। এ দিন হবিবপুর ও মালদহ বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে রাতে পরিবর্তন যাত্রা শেষ হয়। আগামীকাল পরিবর্তন যাত্রা হবে মালদা শহরে। আগামী ২ মার্চ মালদহের গাজোলে উত্তরবঙ্গ পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংহ প্রমূখ নেতৃত্ব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Sebak DebSarma

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'মেয়ে বেশি দিন বাপের বাড়ি থাকলে মানুষ ভাল চোখে দেখে না', মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল