শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি লাগোয়া আশিঘর মোড়ে দলীয় কর্মীদের নিয়ে চায়ে পে চর্চায় যোগ দিয়ে নতুন করে এই দাবি তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'আজকের এই হামলা পূর্ব পরিকল্পিত। প্রতিদিনই এমন ঘটনা ঘটছে রাজ্যজুড়ে। আজ এই জেলায়, তো কাল অন্য জেলায়। বোমা, গুলি, হামলা রাজ্যের নিত্যদিনের ছবি। রাজ্যে পুলিশ, প্রশাসন, সরকার আছে বলে মনে হচ্ছে না। এই সরকারের আর থাকাই উচিৎ নেই। তাই রাজ্যে ৩৫৬ ধারা লাগু করতে হবে। এছাড়া আর কোনও বিকল্প নেই।'
advertisement
আরও পড়ুন: নিশীথ কাণ্ড! তোপ বিজেপির, শুভেন্দু বললেন, 'পার্লামেন্টে গেলে ফল পাবেন'
কেন্দ্র কি মানবে রাজ্য বিজেপির এই দাবি? জবাবে দিলীপ ঘোষ বলেন, 'সেটা কেন্দ্রের বিষয়। রাজ্যের বর্তমান পরিস্থিতি এই। যেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুরক্ষিত নয়। আর আজকের হামলার ঘটনাও পূর্ব পরিকল্পিত। জায়গায় জায়গায় লাঠি, ইট, পাথর নিয়ে দাঁড়য়ে ছিল। সঙ্গে হাতে কালো পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিল ওরা।' সম্পূর্ণ শাসক দলের নেতাদের নির্দেশেই এই হামলা হয়েছে বলে অবিযোগ করেন বিজেপি সাংসদ।
তিনি এদিন আরও বলেন, 'এর আগে দলের সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডার কনভয়েও হামলা হয়েছিল। যে সরকার রাজ্য চালাতে পারছে না তাকে রাখার দরকারই বা কি! আজকের ঘটনা নতুন নয়, রাজ্য জুড়েই এমন ঘটনা ঘটছে। কার্যত রাজ্য সরকারের কাছে এটা পলিসি হয়ে দাঁড়িয়েছে।' কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে কি এই হামলার তদন্তের ভার তুলে দেওয়া হবে? এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'সেটা কেন্দ্র ঠিক করবে।'
সম্প্রতি দিনহাটায় নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করেছিল তৃণমূল। তারপর আজকের এই হামলা নিয়ে পুলিশের বিরুদ্ধেই সরব হয়েছে পদ্ম শিবির। যদিও দিলীপের দাবি উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। দিলীপ ঘোষের অযৌক্তিক দাবি বলে পাল্টা মন্তব্য তৃণমূল নেতৃত্বের।