আলিপুরদুয়ারবাসীর জন্য বাসের টিকিটে বিরাট ছাড় দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। ডুয়ার্সের এই জেলার জন্য টিকিটে পঁচিশ শতাংশ ছাড়ের ঘোষণা করেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ, পাহাড়, জঙ্গল ও চা-বাগান ঘেরা আলিপুরদুয়ারকে জুড়বে সমুদ্র সৈকতের সঙ্গে। পাশাপাশি রাজ্যের দুই প্রান্তে থাকা দুই ধর্মীয় স্থানকেও জুড়তে চলেছে এই বাস পরিষেবা।
advertisement
আরও পড়ুন: এত অমানবিক পাকিস্তান! নির্মম কাজ…প্রাণ যেতে পারত ২০০ বিমানযাত্রীর, ভয়ঙ্কর বিষয়
আরও পড়ুন : এবার খাস বারাণসীতেই পাক চর!…৬০০ পাকিস্তানির সঙ্গে যোগাযোগ, রহস্য বাড়াচ্ছে এক মহিলাও
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, উত্তরবঙ্গের ছয়টি জেলা সদর — কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা — থেকে সোজা দিঘা পর্যন্ত চলবে এই বিলাসবহুল ভলভো বাস পরিষেবা। সপ্তাহে দুই দিন করে বাস চলবে প্রতিটি রুটে।
বাসের সময়সীমা ও রুট অনুযায়ী সূচি:
কোচবিহার → দিঘা: সোম ও মঙ্গলবার, দুপুর ২টা
দিঘা → কোচবিহার: শুক্রবার ও শনিবার, দুপুর ২টা
আলিপুরদুয়ার → দিঘা: মঙ্গল ও শনিবার
দিঘা → আলিপুরদুয়ার: বুধ ও রবিবার
জলপাইগুড়ি → দিঘা: বুধ ও শনিবার, বিকেল ৪টা
দিঘা → জলপাইগুড়ি: বৃহস্পতিবার ও রবিবার, দুপুর ২টা
শিলিগুড়ি → দিঘা: বৃহস্পতিবার ও রবিবার, বিকেল ৫:৩০টা
দিঘা → শিলিগুড়ি: শুক্রবার ও সোমবার, দুপুর ২টা
রায়গঞ্জ → দিঘা: শুক্রবার ও সোমবার, সন্ধ্যা ৭টা
দিঘা → রায়গঞ্জ: শনিবার ও মঙ্গলবার, দুপুর ২:৩০
মালদা → দিঘা: শনিবার ও মঙ্গলবার, রাত ৯টা
দিঘা → মালদা: রবিবার ও বুধবার, বিকেল ৩টা
বাস ভাড়া কত পড়বে?
কোচবিহার → দিঘা: প্রায় ₹২১৬০
আলিপুরদুয়ার → দিঘা: প্রায় ₹২১৪০
মালদা → দিঘা: প্রায় ₹১২০০
অনলাইন ও অফলাইন দুই ভাবেই এই বাসের টিকিট কাটা যাবে। ভলভো বাসে আসন সংখ্যা যাত্রীদের জন্য ৪২ নির্ধারিত করা আছে।