TRENDING:

Doors to Digha Volvo Bus fare: দিঘার জগন্নাথ মন্দির দর্শন, তা-ও এবার সরকারি ভলভো বাসে.. ভাড়া কত? কোথা থেকে ছাড়বে, জানুন সব

Last Updated:

রায়গঞ্জ থেকে দিঘা। সোমবার ও শুক্রবার রাত সাড়ে সাতটায় রায়গঞ্জ থেকে ছেড়ে মালদহ, বহরমপুর, কৃষ্ণনগর ও কলকাতা হয়ে দিঘায় পৌঁছবে। ফেরার পথে মঙ্গলবার ও শনিবার দুপুর আড়াইটায় দিঘা থেকে ছাড়বে। জনপ্রতি ভাড়া ধরা হয়েছে কলকাতা ৯৫০ টাকা ও দিঘা ১৩৮০ টাকা। এই বাস পরিষেবা শুরু হচ্ছে ৩০ মে, শুক্রবার থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সদ্য উত্তরবঙ্গ সফর চলাকালীন ঘোষণা করেছিলেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির দেখতে যাওয়ার জন্য সাধারণ মানুষের সুবিধার্থে ভলভো বাস পরিষেবা চালু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। গত মঙ্গলবার শিলিগুড়ির কাছে ডাবগ্রাম-ফুলবাড়ির ভিডিওকন মাঠের এক সভায় সেই পরিষেবার উদ্বোধনও করেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের মোট ছয়টি জায়গা থেকে সপ্তাহে দুই দিন করে ৪৫ আসন বিশিষ্ট, সম্পূর্ণ বাতানুকুল নিয়ন্ত্রিত এই ভলভো বাস পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে৷ উত্তরবঙ্গ থেকে দিঘার জগন্নাথ মন্দির পর্যন্ত বাস পরিষেবা শুরু হবে চলতি মাসের ২৮ মে, বুধবার থেকে।
News18
News18
advertisement

গত অক্ষয় তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন দিঘার জগন্নাথ মন্দিরের। ইতিমধ্যেই দিঘার নবনির্মিত মন্দির এবং জগন্নাথ দেব দর্শনের জন্য সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে। কয়েক দিনের ছুটিতে অনেক মানুষ দিঘাতে আসেন। দিঘার সমুদ্র সৈকতের পাশাপাশি এবার নয়া আধ্যাত্মিক আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির। উত্তরবঙ্গের মানুষ যাতে সহজেই সরকারি বাস পরিষেবার মাধ্যমে দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছতে পারেন তার জন্য পরিবহণ দফতর কর্তৃক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

advertisement

সরকারি শীততাপ নিয়ন্ত্রিত বাসে সহজেই উত্তরবঙ্গের মানুষ দিঘার জগন্নাথ দেবকে দর্শন করতে আসতে পারবেন। কোচবিহার থেকে দিঘা। কোচবিহার থেকে বাস ছাড়বে সপ্তাহের সোমবার ও শুক্রবার। সময় দুপুর দুটো। পথে ফালাকাটা, শিলিগুড়ি , রায়গঞ্জ, মালদহ, বহরমপুর, কৃষ্ণনগর ও কলকাতা হয়ে দীঘা। উল্টো পথে কোচবিহারের উদ্দ্যেশে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শনিবার দিঘা থেকে দুপুর দুটোয় ছাড়বে এই বাস। এক পিঠের ভাড়া জনপ্রতি কলকাতা পর্যন্ত ১৭২০ টাকা ও দিঘা পর্যন্ত ২১৬০ টাকা। এই পরিষেবা শুরু হচ্ছে ৩০ মে, শুক্রবার থেকে।

advertisement

আরও পড়ুন : দেদার জাল হচ্ছে গ্যাস-অম্বলের ‘এই’ ট্যাবলেট, গুণগত মানে ডাহা ফেল ১৯৬টা ওষুধ, নাম জানলে ভয় পেয়ে যাবেন

আলিপুরদুয়ার থেকে দিঘা। আলিপুরদুয়ার থেকে ছাড়বে মঙ্গলবার ও শনিবার, দুপুর দুটোয়। এই বাসটিও পথে ফালাকাটা, শিলিগুড়ি , রায়গঞ্জ, মালদহ, বহরমপুর, কৃষ্ণনগর ও কলকাতা হয়ে দিঘা পৌঁছবে। আবার বুধবার ও রবিবার দুপুর দু’টোয় দিঘা থেকে ছেড়ে এক‌ই পথে আলিপুরদুয়ার ফিরবে। এই বাসে এক পিঠের ভাড়া জনপ্রতি কলকাতা পর্যন্ত ১৭১০ টাকা ও দিঘা পর্যন্ত ২১৫০ টাকা। পরিষেবা শুরু হচ্ছে ৩১ মে, শনিবার থেকে।

advertisement

জলপাইগুড়ি থেকে দিঘা। বুধবার ও শনিবার বিকাল চারটেয় জলপাইগুড়ি থেকে ছেড়ে শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর ও কলকাতা হয়ে দিঘা পৌঁছবে। ফিরতি বাস বৃহস্পতিবার ও রবিবার দুপুর আড়াইটায় দিঘা থেকে ছাড়বে। এই বাসের ভাড়া ধরা হয়েছে কলকাতা ১৪৯০ টাকা ও দিঘা ১৯২০ টাকা, জনপ্রতি। পরিষেবা শুরু হচ্ছে ২৮ মে, বুধবার থেকে।

advertisement

শিলিগুড়ি থেকে দিঘা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার বিকাল সাড়ে পাঁচটায় শিলিগুড়ি থেকে ছেড়ে রায়গঞ্জ, মালদহ, বহরমপুর, কৃষ্ণনগর ও কলকাতা হয়ে দিঘায় পৌঁছবে। ফেরার পথে শুক্রবার ও সোমবার বেলা আড়াইটায় দিঘা থেকে ছাড়বে। জনপ্রতি ভাড়া ধরা হয়েছে কলকাতা ১৩৭০ টাকা ও দিঘা ১৮০০ টাকা। পরিষেবা শুরু হচ্ছে ২৯ মে, বৃহস্পতিবার থেকে।

আরও পড়ুন : ডুয়ার্স থেকে দিঘা এবার এক টিকিটেই! কত ভাড়া, কোথা থেকে কখন ছাড়বে সরকারি বাস, জেনে নিন পুরো তথ্য

রায়গঞ্জ থেকে দিঘা। সোমবার ও শুক্রবার রাত সাড়ে সাতটায় রায়গঞ্জ থেকে ছেড়ে মালদহ, বহরমপুর, কৃষ্ণনগর ও কলকাতা হয়ে দিঘায় পৌঁছবে। ফেরার পথে মঙ্গলবার ও শনিবার দুপুর আড়াইটায় দিঘা থেকে ছাড়বে। জনপ্রতি ভাড়া ধরা হয়েছে কলকাতা ৯৫০ টাকা ও দিঘা ১৩৮০ টাকা। এই বাস পরিষেবা শুরু হচ্ছে ৩০ মে, শুক্রবার থেকে।

মালদহ থেকে দিঘা। সপ্তাহের মঙ্গলবার ও শনিবার রাত ন’টায় মালদহ থেকে ছেড়ে বহরমপুর, কৃষ্ণনগর ও কলকাতা হয়ে দিঘায় পৌঁছাবে পরেরদিন সকালে। ফেরার বাস পাওয়া যাবে বুধবার ও রবিবার দুপুর তিনটায়। জনপ্রতি ভাড়া কলকাতা ৭৯০ টাকা ও দিঘা ১২২০ টাকা। পরিষেবা শুরু হচ্ছে ৩১ মে, শনিবার থেকে।

পাশাপাশি পরিষেবা শুরু থেকে আগামি ১৫ জুন পর্যন্ত বাস ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফ থেকে। এই সময়ের জন্য জনপ্রতি ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা। তাছাড়া প্রতি বাসেই থাকবে কম্বল ও এক বোতল খাওয়ার জল‌।

এক নজরে উত্তরবঙ্গ থেকে দীঘার জগন্নাথ মন্দির বাস পরিষেবা

——–

* কোচবিহার থেকে দিঘা

পরিষেবা শুরু: ৩০ মে থেকে

* আলিপুরদুয়ার থেকে দিঘা

পরিষেবা শুরু: ৩১ মে থেকে

* জলপাইগুড়ি থেকে দিঘা

পরিষেবা শুরু: ২৮ মে থেকে

* শিলিগুড়ি থেকে দিঘা

পরিষেবা শুরু: ২৯ মে থেকে

* রায়গঞ্জ থেকে দিঘা

পরিষেবা শুরু: ৩০ মে থেকে

* মালদহ থেকে দিঘা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পরিষেবা শুরু: ৩১ মে থেকে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Doors to Digha Volvo Bus fare: দিঘার জগন্নাথ মন্দির দর্শন, তা-ও এবার সরকারি ভলভো বাসে.. ভাড়া কত? কোথা থেকে ছাড়বে, জানুন সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল