Travel Info: ডুয়ার্স থেকে দিঘা এবার এক টিকিটেই! কত ভাড়া, কোথা থেকে কখন ছাড়বে সরকারি বাস, জেনে নিন পুরো তথ্য

Last Updated:

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, উত্তরবঙ্গের ছয়টি জেলা সদর — কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা — থেকে সোজা দিঘা পর্যন্ত চলবে এই বিলাসবহুল ভলভো বাস পরিষেবা। সপ্তাহে দুই দিন করে বাস চলবে প্রতিটি রুটে।

News18
News18
উত্তরবঙ্গ: উত্তরবঙ্গের ৬টি জেলা সদর থেকে দিঘা জগন্নাথধাম যাওয়ার জন্য ৬টি ভলভো বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ মে শনিবার আলিপুরদুয়ার থেকে দিঘার উদ্দেশে যাত্রা শুরু করবে এই ভলভো বাস। রেলমন্ত্রী থাকাকালীন পাহাড়িয়া এক্সপ্রেস চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাধ্যমে দিঘা থেকে দার্জিলিং যাতায়াত করা যায়। পাহাড় থেকে সাগর মানুষ যাতে যাতায়াত করতে পারেন সেটাই ছিল এর মূল লক্ষ্য। সেই কায়দাতেই এবার রাজ্য পরিবহণ দফতর চালু করছে বিশেষ বাস পরিষেবা। যেখানে ডুয়ার্স থেকে সমুদ্র দর্শন আর জগন্নাথ মন্দির দেখে তীর্থ সম্পন্ন করা যাবে। আপাতত, নতুন পাওয়া ভলভো বাস দিয়ে শুরু হচ্ছে এই পরিষেবা।
আলিপুরদুয়ারবাসীর জন্য বাসের টিকিটে বিরাট ছাড় দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। ডুয়ার্সের এই জেলার জন্য টিকিটে পঁচিশ শতাংশ ছাড়ের ঘোষণা করেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ, পাহাড়, জঙ্গল ও চা-বাগান ঘেরা আলিপুরদুয়ারকে জুড়বে সমুদ্র সৈকতের সঙ্গে। পাশাপাশি রাজ্যের দুই প্রান্তে থাকা দুই ধর্মীয় স্থানকেও জুড়তে চলেছে এই বাস পরিষেবা।
advertisement
advertisement
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, উত্তরবঙ্গের ছয়টি জেলা সদর — কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা — থেকে সোজা দিঘা পর্যন্ত চলবে এই বিলাসবহুল ভলভো বাস পরিষেবা। সপ্তাহে দুই দিন করে বাস চলবে প্রতিটি রুটে।
advertisement
বাসের সময়সীমা ও রুট অনুযায়ী সূচি:
কোচবিহার → দিঘা: সোম ও মঙ্গলবার, দুপুর ২টা
দিঘা → কোচবিহার: শুক্রবার ও শনিবার, দুপুর ২টা
আলিপুরদুয়ার → দিঘা: মঙ্গল ও শনিবার
দিঘা → আলিপুরদুয়ার: বুধ ও রবিবার
জলপাইগুড়ি → দিঘা: বুধ ও শনিবার, বিকেল ৪টা
দিঘা → জলপাইগুড়ি: বৃহস্পতিবার ও রবিবার, দুপুর ২টা
advertisement
শিলিগুড়ি → দিঘা: বৃহস্পতিবার ও রবিবার, বিকেল ৫:৩০টা
দিঘা → শিলিগুড়ি: শুক্রবার ও সোমবার, দুপুর ২টা
রায়গঞ্জ → দিঘা: শুক্রবার ও সোমবার, সন্ধ্যা ৭টা
দিঘা → রায়গঞ্জ: শনিবার ও মঙ্গলবার, দুপুর ২:৩০
মালদা → দিঘা: শনিবার ও মঙ্গলবার, রাত ৯টা
দিঘা → মালদা: রবিবার ও বুধবার, বিকেল ৩টা
বাস ভাড়া কত পড়বে?
advertisement
কোচবিহার → দিঘা: প্রায় ₹২১৬০
আলিপুরদুয়ার → দিঘা: প্রায় ₹২১৪০
মালদা → দিঘা: প্রায় ₹১২০০
অনলাইন ও অফলাইন দুই ভাবেই এই বাসের টিকিট কাটা যাবে। ভলভো বাসে আসন সংখ্যা যাত্রীদের জন্য ৪২ নির্ধারিত করা আছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Travel Info: ডুয়ার্স থেকে দিঘা এবার এক টিকিটেই! কত ভাড়া, কোথা থেকে কখন ছাড়বে সরকারি বাস, জেনে নিন পুরো তথ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement