উত্তর–পূর্ব সীমান্ত রেল এবার অসম থেকে উত্তরবঙ্গ হয়ে পুরী পর্যন্ত স্পেশাল প্যাকেজ ট্রেন চালাবে। ডিব্রুগড় থেকে নিউ জলপাইগুড়ি হয়ে পুরী পর্যন্ত চলবে এই ট্রেন। তবে এটি প্যাকেজ ট্রেন। ফলে ট্রেনে সফর ছাড়াও সাইট সিন দেখানোর ব্যবস্থাও করবে আইআরসিটিসি। ট্রেনের টিকিটের সঙ্গেই সেইসব ব্যবস্থাপনার মূল্য ধরে নেবে রেল। এই সফরে একাধিক সুবিধা দেবে রেল। যেমন ট্রেনে চিকিতসক থাকবেন। এছাড়া প্রতিটি কোচে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। যাত্রীদের দেওয়া হবে প্যাকেজ্ড ড্রিঙ্কিং ওয়াটার।
advertisement
আরও পড়ুন- দেড় বছর পর ফের শুরু হল শিলিগুড়ি-কাঠমান্ডু বাস পরিষেবা, খুশি পর্যটকরা
পুরীর কোনারক মন্দির, চন্দ্রভাগা সমুদ্র সৈকত ঘুরে দেখানোর ব্যবস্থাও করবে ভারতীয় রেল। ডিব্রুগড় থেকে ছাড়ার পর ডিমাপুর, গুয়াহাটি, শিমুলগুড়ি, নিউ বংগাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি স্টেশনে থামবে এই স্পেশাল ট্রেন। ডিসেম্বরের ২১ থেকে ২৮ তারিখ পর্যন্ত, এই সাতদিন ছাড়বে স্পেশাল ট্রেন।
নন এসি কোচে ভাড়া ৭ হাজার ৫৬০ টাকা। এসি কোচে ১২ হাজার ৬০০ টাকা। ৫ বছরের কমবয়সী বাচ্চাদের ভাড়া লাগবে না। ২১ ডিসেম্বর ডিব্রুগড় থেকে ছাড়ার পর ট্রেনটি এনজেপি পৌঁছবে ২৪ ডিসেম্বর। আবার ২৫ ডিসেম্বর রাতে সেই ট্রেন ফেরার জন্য পুরী থেকে ছাড়বে। সফরের সমস্ত ব্যবস্থাই করবে আইআরসিটিসি। ফলে যাত্রীরা নিশ্চিন্তে ঘুরতে পারবেন।