TRENDING:

Assam To Puri Special Package Train: এক ট্রেনে উত্তরবঙ্গ থেকে সোজা পুরী! স্পেশাল ট্রেনের ভাড়া জেনে নিন

Last Updated:

Didrugarh To Puri Special Package Train: লম্বা ছুটি পেয়েছেন? একই ট্রিপে উত্তরবঙ্গের পাহাড় ও পুরীর সমুদ্র এবং জগন্নাথদর্শন হয়ে যাবে। তাও এক ট্রেনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেশ কিছুদিনের ছুটি পেয়েছেন! মনটা একবার পাহাড় যেতে চাইছে, তো পরক্ষণেই আবার টানছে সমুদ্র। কোনদিকে যাবেন বুঝে পাচ্ছেন না। শেষমেশ উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান করলেন। তা হলে সমুদ্র যাওয়া আর হল না। কিন্তু এমন যদি হয়, পাহাড় আর সমুদ্র একেবারে দেখা হয়ে গেল। মানে উত্তরবঙ্গের পাহাড়েও ঘুরে এলেন, আবার একই সফরে পুরীর জগন্নাথদর্শনও হয়ে গেল! তাও আবার ঝক্কি ছাড়া! ভাবছেন এমন আবার হয় নাকি! ভারতীয় রেলের সৌজন্যে এবার এমনটাই হবে। উত্তরবঙ্গ থেকে পুরী চলে যেতে পারবেন এক ট্রেনে। অর্থাত্, পাহাড় ও সমুদ্র দেখা হতে পারে একসঙ্গে।
advertisement

উত্তর–পূর্ব সীমান্ত রেল এবার অসম থেকে উত্তরবঙ্গ হয়ে পুরী পর্যন্ত স্পেশাল প্যাকেজ ট্রেন চালাবে। ডিব্রুগড় থেকে নিউ জলপাইগুড়ি হয়ে পুরী পর্যন্ত চলবে এই ট্রেন। তবে এটি প্যাকেজ ট্রেন। ফলে ট্রেনে সফর ছাড়াও সাইট সিন দেখানোর ব্যবস্থাও করবে আইআরসিটিসি। ট্রেনের টিকিটের সঙ্গেই সেইসব ব্যবস্থাপনার মূল্য ধরে নেবে রেল। এই সফরে একাধিক সুবিধা দেবে রেল। যেমন ট্রেনে চিকিতসক থাকবেন। এছাড়া প্রতিটি কোচে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। যাত্রীদের দেওয়া হবে প্যাকেজ্ড ড্রিঙ্কিং ওয়াটার।

advertisement

আরও পড়ুন- দেড় বছর পর ফের শুরু হল শিলিগুড়ি-কাঠমান্ডু বাস পরিষেবা, খুশি পর্যটকরা

পুরীর কোনারক মন্দির, চন্দ্রভাগা সমুদ্র সৈকত ঘুরে দেখানোর ব্যবস্থাও করবে ভারতীয় রেল। ডিব্রুগড় থেকে ছাড়ার পর ডিমাপুর, গুয়াহাটি, শিমুলগুড়ি, নিউ বংগাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি স্টেশনে থামবে এই স্পেশাল ট্রেন। ডিসেম্বরের ২১ থেকে ২৮ তারিখ পর্যন্ত, এই সাতদিন ছাড়বে স্পেশাল ট্রেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

নন এসি কোচে ভাড়া ৭ হাজার ৫৬০ টাকা। এসি কোচে ১২ হাজার ৬০০ টাকা। ৫ বছরের কমবয়সী বাচ্চাদের ভাড়া লাগবে না। ২১ ডিসেম্বর ডিব্রুগড়  থেকে ছাড়ার পর ট্রেনটি এনজেপি পৌঁছবে ২৪ ডিসেম্বর। আবার ২৫ ডিসেম্বর রাতে সেই ট্রেন ফেরার জন্য পুরী থেকে ছাড়বে। সফরের সমস্ত ব্যবস্থাই করবে আইআরসিটিসি। ফলে যাত্রীরা নিশ্চিন্তে ঘুরতে পারবেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Assam To Puri Special Package Train: এক ট্রেনে উত্তরবঙ্গ থেকে সোজা পুরী! স্পেশাল ট্রেনের ভাড়া জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল