আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসার জেরে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছিল বিরোধী দলগুলি। সেই দাবিকে মান্যতা দিয়েই একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন।
আরও পড়ুন: মহাকাশে গিয়েছিল পথকুকুর লাইকা, কী হয়েছিল তার? ৩৫ বছর পর জানা যায় ভয়ঙ্কর সত্য
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের। একুশের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে জিতেছিলেন তিনি। হারিয়েছিলেন তৃণমূলের মিতালি রায়কে। ধূপগুড়ি থেকে প্রথম বিধানসভায় জেতে বিজেপি। তাঁর প্রয়াণের জেরে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
আরও পড়ুন: নীল আর্মস্ট্রং কি সত্যিই চাঁদে গিয়েছিলেন? রহস্যের সেই অভিযান নিয়ে প্রকাশ্যে মারাত্মক তথ্য
আর সেই কারণেই বিস্তীর্ণ এই এলাকায় ছড়িয়ে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীকে। উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। এর আগে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের একাধিক এলাকা থেকে হিংসার খবর উঠে এসেছিল সে বিষয়টির উপর নজর রেখে এই উপনির্বাচনের যাতে নিরাপত্তার কোন খামতি না থাকে সেটাও দেখা হচ্ছে। এই মুহূর্তে ভারী বুটের শব্দে কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছেন ভোটাররা।