TRENDING:

Dhupguri By election: ভোট ফিরছে চা-বাগানে! ধূপগুড়ির ফলে নতুন করে অঙ্ক কষছে তৃণমূল

Last Updated:

২০২২ সালে বিজেপি চার ওয়ার্ডে ও তৃণমূল কংগ্রেস ১২ ওয়ার্ডে এগিয়ে যায়৷ তবে এই পুনর্নির্বাচনে বিজেপি ৭ ও তৃণমূল কংগ্রেস ৯ আসনে এগিয়ে আছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধূপগুড়ি: ধূপগুড়ি উপ নির্বাচনে জয় মিলেছে৷ সেই সঙ্গে দেখা দিয়েছে আশার আলো৷ ভোটবাক্সের অঙ্ক বলছে চা-বলয়ে ভোট বেড়েছে তৃণমূলের৷ শতাংশের হিসাবে তা ‘দারুণ’ না হলেও, এই ফলাফল দেখেই চা বাগানের হারিয়ে যাওয়া ভোটব্যাঙ্ক ফেরাতে সচেষ্ট হচ্ছে তৃণমূল৷ প্রসঙ্গত, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটা চা-বাগান আছে। কারবালা, বানারহাট, তোতাপাড়া, মোগলকাটা ও গেন্দাপাড়া। এই পাঁচটি চা-বাগানেই তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে৷ তবে ভোটের লড়াইয়ে চা-বাগানে এখনও এগিয়ে বিজেপি৷
advertisement

সূত্রের খবর, এর আগে যেমন চা বলয়ের শ্রমিকদের নিয়ে সমাবেশ করা হয়েছিল। এবার, সেইরকমই শ্রমিক সমাবেশ করা হতে পারে বলে স্থানীয় তৃণমূল নেতৃতব সূত্রের খবর। ইতিমধ্যেই চা বাগানকে মাথায় রেখে আলিপুরদুয়ার থেকে জেলা সভাপতি প্রকাশ চিক বরাইককে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। তাতে চা বলয়ের ভোটারদের বার্তাও দিতে পেরেছে তৃণমূল।

আরও পড়ুন: ১ টাকার মাস্টারমশাই! প্রায় ৫০ পড়ুয়ার ভরসা এখন এই ষোল আনার পাঠশালা

advertisement

অন্যদিকে, পরিসংখ্যান বলছে ধূপগুড়ির বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে৷ এর মধ্যে বারোঘোরিয়া গ্রাম পঞ্চায়েতে প্রায় দুই হাজার লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, এখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করে৷ বিজেপির বিক্ষুদ্ধ হিসাবে একজন এখানে মনোনয়ন জমা দিয়েছিলেন। প্রার্থী নিয়ে তাদের তীব্র আপত্তি ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়েছে শাসক দল। সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর হিসাবে কাজ করেছে গাদং-১ গ্রাম পঞ্চায়েতে৷ সেই ভোট পুরোটাই গিয়েছে প্রায় শাসকদলের বাক্সে৷

advertisement

এছাড়া, মাগুরমারি গ্রাম পঞ্চায়েত থেকেও ব্যাপক লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল কংগ্রেস শিবির আশাবাদী, ধূপগুড়ি পুরসভা এলাকায় তাদের ভোট বেড়েছে৷ ২০২১ সালের বিধানসভা ভোটে পুরসভা ভিত্তিক ফল বিন্যাসে দেখা গিয়েছিল ১৬ ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস মাত্র ২টি ও বিজেপি ১৪টি ওয়ার্ডে এগিয়ে ছিল। ২০২২ সালে বিজেপি চার ওয়ার্ডে ও তৃণমূল কংগ্রেস ১২ ওয়ার্ডে এগিয়ে যায়৷ তবে এই পুনর্নির্বাচনে বিজেপি ৭ ও তৃণমূল কংগ্রেস ৯ আসনে এগিয়ে আছে৷

advertisement

আরও পড়ুন: বৃষ্টিভেজা সকাল, খালি পা! স্ত্রীয়ের সঙ্গে মন্দিরে পুজো দিয়ে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক

সেরা ভিডিও

আরও দেখুন
বড়দিনের আগে ঝপাঝপ বেক হচ্ছে কেক, কিন্তু পাহাড় থেকে অর্ডার হাতেগোনা! মন্দার আশঙ্কা
আরও দেখুন

ধূপগুড়ির ফল নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, ধূপগুড়ি জেতা হয়েছে৷ কোথাও কোথাও এগিয়েছে, কোথাও বিজেপি ভোট পেয়েছে। আগামিদিনে ভোট পেতে সেটা দেখা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dhupguri By election: ভোট ফিরছে চা-বাগানে! ধূপগুড়ির ফলে নতুন করে অঙ্ক কষছে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল