অন্যদিকে ভোট শুরু হতেই ধূপগুড়ির একাধিক বুথ থেকে ইভিএম বিকল হওয়ার খবর আসতে শুরু করেছে। ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের তিনটি বুথেই লম্বা লাইন। সেখানেও ইভিএম বিকল অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও পরে সেখানে ইভিএম বদলে দেওয়া হয়। তবে বড়সড় কোনও অপ্রীতিকর ঘটনা এখনও হয়নি।
জানা গিয়েছে, ধূপগুড়ি উপনির্বাচনে সকাল ৮টা অবধি মোট ১০টা অভিযোগ নির্বাচন কমিশনে করেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অধিকাংশ অভিযোগ। এর পাশাপাশি অভিযোগ করা হয়েছে ইভিএমের বোতাম একাধিক জায়গায় কাজ করছে না। এর ফলে ভোট প্রক্রিয়া দেরি হচ্ছে। এদিন সকালেই ভোট দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়। পাশাপাশি বিজেপি প্রার্থীকেও এদিন সকালে ভোট দিতে দেখা যায়।
advertisement
আরও পড়ুন, ODI WORLD CUP 2023: আজ বিশ্বকাপের ১৫ জনের ভারতীয় দল ঘোষণা, নজরে একাধিক বিষয়
আরও পড়ুন, ‘দিদি বলেছেন অপরাধীদের শাস্তি হবেই!’ নবান্নে বললেন যাদবপুরের মৃত ছাত্রের বাবা-মা
শেষ তিন বিধানসভা ভোটে ধূপগুড়ি দেখেছে তিন রাজনৈতিক দলের জয়। ২০১১ সালে ৪ হাজারের সামান্য বেশি ভোটে জয়ী হয় সিপিআইএম। ২০১৬ সালে ১৬ হাজার ভোটে জয়ী হয় তৃণমূল। ২০২১-এ বিজেপি জেতে ৪ হাজার ৩৫৫ ভোটে । ২০২১-এর বিধানসভা ভোটে ধূপগুড়িতে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। হারিয়ে দেন তৃণমূলের মিতালি রায়কে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদের মৃত্যুর কারণেই ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন, আর ৮ই সেপ্টেম্বর ফল প্রকাশ এই নির্বাচনের।