আরও পড়ুনঃ ১০ টাকায় পাঁচটা নয় আটটা ফুচকা! ৮ থেকে ৮০, বাদ যাচ্ছেন না কেউই! কোথায় জানেন?
অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা বানানোর জন্য সময়সীমা ঘোষণা করার পরেই, স্থানীয়রা উদযাপনে বেরিয়ে এসেছে। অভিষেকের ঘোষণার পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ধূপগুড়ি নাগরিক মঞ্চ।
advertisement
ধূপগুড়িতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময়, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত ২ বছরে নিষ্ক্রিয়তা নিয়ে বিজেপি নেতাদের প্রশ্ন করে তিনি বলেন, “ধূপগুড়ির মানুষ একটি মহকুমা চান, কিন্তু নির্বাচিত বিজেপি প্রতিনিধিরা বিধানসভায় এই দাবিটি কতবার তুলেছেন? বিজেপি কি বিধানসভায় কোনও প্রশ্ন করেছে? নাকি হাউসে একবারও ধূপগুড়ির নাম নিয়েছে? বিধানসভা বা লোকসভার কথা বাদ দিন, গত দুই বছরে বিজেপির কোনও নেতা কি তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ধূপগুড়ি মহকুমা নিয়ে কথা বলেছেন?”। অন্যদিকে, ছুটির দিন রবিবার, সকাল থেকেই শুভেন্দু-সুকান্তের প্রচার চলছে ধূপগুড়িতে।