স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা থেকে সারবোঝাই একটি লরি হলদিবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে অসমের উদ্দেশে জলপাইগুড়ি থেকে ফিরছিল একটি এলপি ট্রাক। ওভারব্রিজের কাছে এসে অসমগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই লরিটিকে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।
আরও পড়ুন: দমদম জংশনে লাইনের কাজের জের, একাধিক ট্রেন বাতিল-সময়সূচি বদল! তালিকায় কোন কোন ট্রেন? বড় আপডেট জানুন
advertisement
দুর্ঘটনার জেরে স্টিয়ারিংয়ের মধ্যে আটকে পড়েন দুই চালক ফালাকাটার বাসিন্দা সমীর সরকার (৪৮) এবং অসমের বাসিন্দা রঞ্জন সাউ (৪০)। প্রায় আধঘণ্টা ধরে গাড়ির ভিতরে আটকে যন্ত্রণা সহ্য করতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং ধূপগুড়ি থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় দু’জনকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ইন্ডিগোর যাত্রীদের দুর্ভোগ চরমে! টানা চতুর্থ দিনেও কলকাতা বিমানবন্দর থেকে একের পর এক বিমান বাতিল
আহতদের মধ্যে রঞ্জন সাউ-এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে, সমীর সরকারকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, চিকিৎসা চলছে। দুর্ঘটনার ফলে এশিয়ান হাইওয়ের দু’দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কিছুক্ষণ বন্ধ থাকে গাড়ি চলাচল। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। প্রায় প্রতিদিনই ধূপগুড়ি শহরে বাড়ছে পথদুর্ঘটনার সংখ্যা। এতে আতঙ্কে দিন কাটছে শহরবাসীর। ট্রাফিক ব্যবস্থা এবং যানবাহনের গতির নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বহু স্থানীয় মানুষ।
রকি চৌধূরী
