জানা গিয়েছে, সকালে নর্দমা পরিষ্কারের কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময় কোদালের আঘাতে হাতে তৈরি দেশি রিভলবারের মতো একটি সরঞ্জাম উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে গাজোল থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন তাঁরা।
advertisement
এরপর ওই সামগ্রীটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে। কিন্তু পুলিশ সেভাবে সক্রিয় নয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জিনিসটি আগ্নেয়াস্ত্র নাকি এয়ারগান সেটা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, মালদহ শহরের প্রাণকেন্দ্র গাজোল থানার বিদ্রোহী মোড় এলাকা। এদিন সেখানেই নর্দমা পরিষ্কার করার সময় একটি সামগ্রী উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শ্রমিকদের কোদালের আঘাতে হাতে তৈরি দেশি রিভলবারের মতো একটি সরঞ্জাম উদ্ধার হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় গাজোল থানার পুলিশ। ইতিমধ্যেই ওই সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
