তিনি জানান, আজও ১০ নং ওয়ার্ডে এক বাড়ির মালিককে নোটিশ ধরিয়েছেন মেয়র। তিনি জানান, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের ডেঙ্গি মোকাবিলায় স্থানীয় ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, বিশিষ্টজনদের নিয়ে কমিটি গড়তে বলা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে ওই কমিটির বৈঠক হবে।
আরও পড়ুন : তিন-তিনবার ফোন করেও মায়ের গলা শুনতে পাননি... ডুকরে কেঁদে ফেললেন অর্পিতা!
advertisement
প্রসঙ্গত এই ধরনের কমিটি গড়ার দাবিই তুলে এসছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিরোধীদের দাবি মেনেই কি ডেঙ্গি নিয়ন্ত্রণে সুর নামালেন মেয়র? এদিকে তৃণমূল পরিচালিত পুরবোর্ডের অদক্ষতার জন্যেই আজ শহর শিলিগুড়ি আতঙ্ক নগরীতে পরিণত হয়েছে। এই অভিযোগ তুলে পুরসভার গেটে অবস্থান, বিক্ষোভ দেখায় বিজেপি শিবির। যার নেতৃত্বে ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ।
তিনি অভিযোগ করেন, "বিধানসভার অধিবেশনেও রাজ্যের সার্বিক ডেঙ্গি পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী কেউই জবাব দেননি। অবিলম্বে শিলিগুড়িকে ডেঙ্গির হাত থেকে বাঁচাতে বিশেষজ্ঞ টিম পাঠাতে হবে রাজ্যকে। নইলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।" প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের জন্যে পুরসভায় অবস্থানে বসবে বিজেপি। হুঁশিয়ারি দেন তিনি। সেইসঙ্গে তাঁর অভিযোগ, ডেঙ্গি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা লুকোচ্ছে পুরসভা। তাই অবিলম্বে শ্বেতপিত্র প্রকাশ করারও দাবি তুলেছেন তিনি।
আরও পড়ুন : সাংসদের ছবি-সহ 'নিখোঁজ' পোস্টার রীতিমতো Viral! এবার 'সন্ধান চাই' কোন সাংসদের? দেখুন
অন্যদিকে বিজেপির পুরসভায় এই অবস্থান বিক্ষোভকে কটাক্ষ করে মেয়র গৌতম দেব বলেন, "একটু কম বলুক বিধায়ক। ওনাদের সময়ে ওঁর গুরুর নেতৃত্বে তো অল্প দিনে ৫৪ জনের মৃত্যু হয়েছিল। আর উনি তো নিজের ওয়ার্ডেই তিন নম্বরে। ফেল করা ছাত্রদের নিয়ে বেশী না বলাই ভালো। অসময়ের প্রবল বৃষ্টির জন্যে ডেঙ্গির এই দাপট। তবুও এর মোকাবিলায় জিরো গ্রাউণ্ডে থেকে লড়ছি। নিয়ন্ত্রণে আনার সবরকম চেষ্টা চালানো হচ্ছে। নিয়ন্ত্রণে আছে না নেই তা বিজেপি বলার কে? তোমরা কী চাও বিজেপি এখানে থাকবে না! দোকান খোলা রাখতে হবে। তাই টুকটাক আন্দোলন চালিয়ে আসছে।"
