এবারে একই ইস্যুতে পথে নামছে বামেরা। প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে ৫ নভেম্বর থেকে শিলিগুড়ির রাস্তায় নামবে বামেরা। আজ একথা সাফ জানান সিপিএম কাউন্সিলর মুন্সী নুরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ডেঙ্গিকে গুরুত্বই দিচ্ছে না এই বোর্ড। উলটে উৎসব, মেলা, খেলা, সংবর্ধনা, কার্ণিভাল নিয়ে ব্যস্ত পুরসভা। ফগিং মেশিন নেই। মোকাবিলা করার মতো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। মেয়র যাচ্ছেন ওয়ার্ডে, ওয়ার্ডে। উনি ফিরতেই আবার যে কে সেই! তিনি বলেন, অশোক ভট্টাচার্যের নেতৃত্বেই পথে নামবে বামেরা। একদিকে সাধারন মানুষকে সচেতন করে তোলা হবে। পাশাপাশি পুরসভার বিরুদ্ধে আন্দোলন চলবে লাগাতার।
advertisement
আরও পড়ুন: গরুর জন্য খাবার আনতে গিয়েছিলেন ব্যক্তি! নদীতে ঘটল ভয়াবহ ঘটনা!
ব্যর্থতা বা সার্থকতা তা বিচার করবে সাধারণ মানুষ। ইতিমধ্যেই বিচারকেরা তা করেছে। ওদের কোনো রাজনৈতিক কর্মসূচী নেই। এগুলো বলে ময়দানে থাকার চেষ্টা করছে। থাকা ভাল। পুরসভা ডেঙ্গি মোকাবিলায় একাধিক কাজ করে চলেছে, সকলকে নিয়ে মিটিং করা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হবে। সবরকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে। আর ওরা যার নেতৃত্বে আন্দোলনে নামবে তাঁকে ইতিমধ্যেই মানুষ প্রত্যাখান করেছে। পালটা মন্তব্য করেছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। মূলত মাত্রাতিরিক্ত বৃষ্টিকেই দায়ী করেছে পুরসভা। অন্যদিকে আজ দিল্লি থেকে ফিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, এনিয়ে পুরসভাকে দোষারোপ করে লাভ নেই। সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ছাদে জমা জল রাখা যাবে না।
পার্থপ্রতিম সরকার
