TRENDING:

Viral Sweet: তিন ধাপের রসায়নে তৈরি এই মিষ্টি! একবার খেলে মুখে লেগে থাকবে আজীবন

Last Updated:

Viral Sweet: এই সুস্বাদু মিষ্টির স্বাদই এই মিষ্টিকে আলাদা করে বাকি মিষ্টি থেকে। এই মিষ্টির স্বাদ প্রাণ হরণ করে নেয় বলেই হয়তো এই মিষ্টিকে প্রাণহরা নাম দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: এই মিষ্টিতে কামড় বসালেই এক অদ্ভুত স্বাদ ছড়িয়ে পড়ে মুখের ভেতর। এই সুস্বাদু মিষ্টির স্বাদই এই মিষ্টিকে আলাদা করে বাকি মিষ্টি থেকে। এই মিষ্টির স্বাদ প্রাণ হরণ করে নেয় বলেই হয়তো এই মিষ্টিকে প্রাণহরা নাম দেওয়া হয়েছে। পাঁচের দশকে দেশ ভাগের সময় রাজার শহর কোচবিহারে চলে আসেন এই ব্যবসায়ীদের পরিবার। তারপর শুরু হয় কোচবিহারে এই মিষ্টির যাত্রাপথ। এরপর তোর্ষা ও পদ্মা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। তবে প্রাণহরার স্বাদ এখনও যেন একই রকম রয়ে গিয়েছে। কোচবিহারের মদনমোহন বাড়ি এবং রাজবাড়ির মত প্রাণহারাও যেন ওতপ্রোতভাবে জড়িত এই শহরের সঙ্গে।
advertisement

সেই পাঁচের দশকে পাঁচ আনার প্রাণহরা আজ পৌঁছে গিয়েছে ১২ টাকায়। ধীরে ধীরে জিনিসের দাম বৃদ্ধি ও চাহিদা বৃদ্ধিতে দাম বেড়েছে এই মিষ্টির। মিষ্টির দোকানের কর্ণধার সত্যনারায়ণ বণিক জানান, ‘কোচবিহারে তাঁদের দোকানে পাশাপাশি কলকাতার একটি দোকানেও এই প্রাণহরা সন্দেশ পাওয়া যায়। এছাড়া গোটা উত্তরবঙ্গে এই মানের প্রাণহরা সন্দেশ আর কোথাও পাওয়া যায় না। কোচবিহার রাসমেলা মাঠের এক পাশে তাঁদের দোকান আজ সুপ্রতিষ্ঠিত। তবে একটা সময় এই মিষ্টির টানেই এই দোকানে ভিড় জমাতেন বহু মানুষ। বিভিন্ন নামীদামি মানুষেরা কোচবিহারের এই মিষ্টির স্বাদ নিতে আসতেন এই দোকানে।’

advertisement

আরও পড়ুন-                             একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-                             একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

View More

তিনি আরও জানান, ‘মোট তিন ধাপের রসায়নে তৈরি হয় এই মিষ্টি। ছানার সঙ্গে ক্ষীর মাখা হয়। এবং তাঁতে মেশানো হয় একেবারে পরিশুদ্ধ গোলাপ জল। আর তারপর কিছু বিশেষ প্রক্রিয়ার মাধ্যেমে তৈরি হয় এই বিশেষ মিষ্টি।’

advertisement

সত্যনারায়ণ বণিকের ছেলে বিশ্বজিৎ বণিক জানান, ‘তাঁর দাদুর সময়ের এই মিষ্টি তাঁদের ঐতিহ্য বহন করে আসছে দীর্ঘ সময় ধরে। তাই আগামী দিনেও তাঁরা এই মিষ্টির মন একই রকম ভাবে ধরে রাখবেন। তবে দিন যত যাচ্ছে এই মিষ্টির চাহিদা ততটাই বেড়ে উঠছে।’ জেলা কোচবিহারে ঘুরতে আসলে অন্তত একবার এই মিষ্টির স্বাদ নিয়ে দেখতে পারেন। এই মিষ্টির স্বাদ নিশ্চিত ভাবে যেকোনও মানুষের প্রাণ হরণ করবে এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Sweet: তিন ধাপের রসায়নে তৈরি এই মিষ্টি! একবার খেলে মুখে লেগে থাকবে আজীবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল