দুর্গাপুজো মিটতেই উত্তরে প্রাকৃতিক বিপর্যয়। এই দুর্যোগের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকাতেও একই ঘটনা ঘটেছে। এখানে বন্যার জলে তলিয়ে গিয়ে প্রাণহানি হয়েছে। মঙ্গলবার রাতে দুই পরিবারের সদস্যদের হাতে রাজ্য সরকারের তরফ থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল।
advertisement
এদিন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের উপস্থিতিতে মৃতদের পরিবারের সদস্যদের হাতে ৫ লক্ষের চেক তুলে দেওয়া হয়। আগামীদিনে পরিবারের একজন সরকারি চাকরি পাবেন বলে জানা গিয়েছে।
উৎসবের মরশুমে উত্তরে দুর্যোগের প্রকোপ। নানা জেলায় ক্ষয়ক্ষতির ছবি দেখা যাচ্ছে। এই ধাক্কা কাটিয়ে দ্রুত সেরে উঠুক উত্তরবঙ্গ, সকলে এখন এই কামনাই করছেন।