জানা গেছে, গত শনিবার বাড়ি থেকে কাজে বেরিয়ে নিখোঁজ হয়ে যান রায়গঞ্জ ব্লকে নলপুকুর গ্রামের বাসিন্দা বিশু কর্মকার নামে এক ব্যাক্তি। পরিবারের লোকেরা বহু খোজাখুজি করে তার কোনও সন্ধান করতে পারেন নি।পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় লিখিতভাবে নিখোঁজ ডাইরি করেন। পুলিশ তল্লাশি চালিয়েও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে বিশুবাবুর দেহ পুকুরে ভেসে ওঠে।
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যে ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দা মালদার বর্মন নামে এক ব্যক্তি জানালেন, কিভাবে তার মৃত্যু হল এলাকার মানুষ কিছুটা ধন্দে আছে। বিশুবাবু মাঝেমাঝে অল্পস্বল্প মদ্যপান করতেন। তবে ওই ব্যক্তি কেন পুকুরে এলেন সেটাও পরিষ্কার নয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মালদারবাবু জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাবার পর মৃত্যুর কারন জানা যাবে।