চিতাবাঘের মৃত্যুতে যে চোরাশিকারিদের কোনও হাত নেই, এমন সন্দেহও উড়িয়ে দিতে পারছেন না বনদফতরের কর্মীরা। গত মাসেই, উত্তরবঙ্গে উদ্ধার হয় চিতা বাঘের চামরা! চামরা পাচারের আগেই গোপন সূত্রে খবর পান 'জলপাইগুড়ি অনারি ওয়াইল্ড লাইফ'-এর ওয়ার্ডেন। তিনি জানতে পারেন, ২-৩ জন যুবক একটি মোটর বাইকে কোনও এক বন্যপ্রানীর দেহাংশ পাচার করতে নিয়ে যাচ্ছে ।
advertisement
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিন্নাগুড়ি বন্যপ্রানী স্কোয়াড-এর আধিকারিক সিমা চৌধুরী ও এস এস বি ১৭ ব্যাটেলিয়ান অভিযান চালায়। পাচারকারীদের হাতেনাতে গ্রেফতার করার জন্য ওৎ পেতে বসে থাকেন ডুয়ার্সের বিরপারা সিংঘানিয়া চা বাগান সংলগ্ন এলাকায়। পাচারকারীরা সেই রাস্তা পেরতেই তাদের পিছনে গাড়ি নিয়ে ধাওয়া করা হয় । সিংঘানিয়া চা বাগানের কাছে দলমোড় এলাকার ডাক্তার মোরে নাগালেআসে পাচারকারীদের মোটরবাইক। আটক করা হয় দু'জনকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা চিতা বাঘের চামরা।
আরও পড়ুন-কোচবিহারে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২ বছরের শিশু