হাতি ও মানুষের সহবস্থানকে এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গে গজ উৎসব শুরু করল ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া। গজ উৎসব অভিযান হল এশিয় হাতিদের জন্য চলাচলের অধিকার সুরক্ষিত করা। কারণ সাম্প্রতিক বছরগুলোতে মানুষের কাজে চাপ এবং বাসস্থান ধ্বংসের কারণে এশিয় হাতির সংঘাত ছবি দেখা মিলেছে। গজ উৎসব অভিযান এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে এবং এই প্রতীকী প্রজাতিগুলোর জন্য একটি ইতিবাচক ভবিষ্যৎ তৈরি করতে কাজ করবে।
advertisement
আরও পড়ুনঃ বছরের শুরুতেই দীর্ঘদিনের দাবি পূরণ! মাটিয়ালিতে বেহাল রাস্তার সংস্কার, পথশ্রী প্রকল্পের জয়জয়কার
তামিলনাড়ু, কেরল, মেঘালয়, ওড়িশা এবং উত্তরাখণ্ড জুড়ে গজ উৎসব অভিযান চালানোর পর এবার পশ্চিমবঙ্গে শুরু হল এই গজ উৎসব। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে গজ উৎসব শুরু হয়। উপস্থিত ছিলেন বনদফতরের সিসিএফ বালা মুরুগন, সংগঠনের-সহ সভাপতি ডঃ সন্দীপ কুমার তিওয়ারি, অজয় সিং এডিআরএম কাঠিহার ডিভিশন-সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ এ যেন সিনেমার শুটিং! জাতীয় সড়ক থেকে উড়ে গিয়ে গাছের উপর পড়ল গাড়ি, জখম ৩
এদিন অনুষ্ঠানে বনদফতর, রেল, বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগ অংশগ্রহণ করে। মানুষের সঙ্গে হাতির সংযোগ কীভাবে করা যায় সেই লক্ষ্যে সকল সংগঠনকে সঙ্গে নিয়ে সংরক্ষণ করতেই এই গজ উৎসব করা হচ্ছে মত সংগঠনের। জঙ্গল বাঁচানোর পাশাপাশি হাতি ও মানুষের জীবন রক্ষা করাও উৎসবের লক্ষ্য।
