বিশ্ব উষ্ণায়ন। জ্বলন্ত সমস্যা ভাবাচ্ছে বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানদেরও। ঠান্ডা জায়গাতেও চড়ছে তাপমাত্রার পারদ। গরম পড়লেই পর্যটকদের প্রিয় ডেস্টিনেশন দার্জিলিং। কিন্তু গত কয়েকবছরে বিশ্ব উষ্ণায়ন থাবা বসিয়েছে শৈলশহরেও। তাই পর্যটকদের কথা মাথায় রেেখ দার্জিলিঙে ছুটতে চলেছে এসি টয়ট্রেন। আবহাওয়াবিদদের মতে, এনজেপি থেকে কার্শিয়ং উষ্ণতা বেড়েছে অনেকটাই। পরীক্ষামূলকভাবে চড়াই উতরাই রাস্তায় ইতিমধ্যেই দু’টি এসি কোচ চালানো হয়েছে। এন এফ রেলওয়ে সূত্রের খবর.........
advertisement
কেন এসি টয়ট্রেন?
-----------------------
- বিদেশি পর্যটকদের কাছেও আকর্ষণ টয়ট্রেন
- উষ্ণতা বাড়ায় বিদেশি যাত্রীদের সমস্যা
- একাধিকবার সাজেশন বুকে এসি টয়ট্রেনের উল্লেখ
- উল্লেখ করেছেন বিদেশি পর্যটকরা
- দার্জিলিঙে মোট ১৬টি এসি কোচ চলবে
ভারতীয় রেলের হেরিটেজ বিশেষজ্ঞদের মতে, ঐতিহ্যের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে হত টয়ট্রেনকে। আবহাওয়া গরম হওয়ায় আখেরে লাভ হবে দার্জিলিং টয় ট্রেনের।
তিনধারিয়া কারশেডে ইতিমধ্যেই আঠেরোটি এসি কোচ তৈরি হয়েছে। চলতি বছরে নতুন ভিস্টাডোম কোচ আনছে আইআরসিটিসি। আগামী মাসের প্রথম সপ্তাহেই দার্জিলিঙের টয়ট্রেনে এসি কোচ পরিষেবা চালু হওয়ার কথা। এই অনুষ্ঠানের দিন রেলওয়ে বোর্ড পাশে চেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।