পুজোর ছুটিতে বেড়াতে এসে বিপাকে পর্যটকরা। অক্টোবরের ঝকঝকে মরসুম উধাও। ভুটান পাহাড় ও ডুয়ার্সে অনবরত বৃষ্টি চলছে। তার জেরে থইথই করছে তরাই-ডুয়ার্স। ধসে বিধ্বস্ত দার্জিলিং এবং লাভা-লোলেগাঁও যাওয়ার রাস্তা।
পুজোর ছুটিতে পর্যটকদের চুটিয়ে বেড়ানোর সব প্ল্যান তাই আপাতত বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ। আপাতত হোটেলেই বন্দি থাকতে হচ্ছে। নীচে নামার উপায় নেই। বাধ সেধেছে ধস। এমন পরিস্থিতিতে বুকিং ক্যানসেল করেছে গাড়ি। কেবল বাড়ছে হোটেল-রিসর্টের বিল।
advertisement
প্রবল বৃষ্টিতে তিস্তা, তোর্সা, জলঢাকা, গিলান্ডি, রেতি, সুকৃতীর নদীগুলির জল বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকদের ঘুরতে না পারার আক্ষেপ। পুজোর আনন্দে আক্ষরিক অর্থেই জল ঢেলে দিয়েছে প্রকৃতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2016 5:22 PM IST