ইন্দো-নেপাল সীমান্ত লাগোয়া নকশালবাড়ির কিলারাম জোত গ্রাম। প্রতিদিনের মতো ভোর ৪টের সময় ঘুম থেকে ওঠেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী হোম বাহাদুর ছেত্রী। এদিন ঘুম থেকে উঠেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘরে ঢুকে হাতসাফাই করে চোর। গৃহকর্তার স্ত্রীর ঘুমের ঘোরকে কাজে লাগিয়ে ঘর বন্ধ করে ১৬ ভরি সোনার গয়না, রুপোর অলংকার-সহ ২ লক্ষ ৭৫ হাজার টাকা এবং মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর।
advertisement
আরও পড়ুনঃ খড়গপুরে স্ক্র্যাপ গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড! বসতি এলাকার মাঝে দাউদাউ করে আগুন, প্রাণ হাতে ছোটাছুটি
বেশ কিছুক্ষণ পর ঘরে ঢুকতেই তছনছ ছবি দেখে মাথায় হাত প্রাক্তন সেনাকর্মী। চুরির ঘটনায় মূহুর্তে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্তে নেমেছে। প্রাক্তন সেনাকর্মীর অভিযোগ, রেইকি করেই এই চুরি হয়েছে। সব মিলিয়ে ৩০ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোর।
আরও পড়ুনঃ শীতের সন্ধ্যায় নাট্যপ্রেমীদের জ্যাকপট! দুবরাজপুরে নাটকের মহাযজ্ঞ! সম্পূর্ণ বিনামূল্যে রঙ্গমঞ্চ উপভোগ
বন্ধ হয়ে পড়ে থাকা নকশালবাড়ি থানার চেকপোস্ট সংলগ্ন এলাকায় দিনদিন চুরির ঘটনা বাড়ছে। যার জেরে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। অন্যদিকে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি গোটা ঘটনায় পুলিশি নজরদারির দাবি জানান।
