মৃতদেহ সৎকার করতে অনেক দূর যেতে হয়। তাই রাস্তা কিংবা ড্রেন নয়, এই এলাকায় প্রথম দাবি ছিল শ্মশানঘাটের। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে সেই শ্মশানঘাটের আবেদন জানানো হয়। এরপরেই সেই দাবি পূরণ হতে চলেছে। অগাস্ট মাসে আবেদনের পর ডিসেম্বরের শেষ দিনে কাজ শুরু হল। স্বাধীনতার পর প্রথম শ্মশানঘাট পাচ্ছে নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের বীরসিং জোত গ্রাম। শ্মশানঘাট নিয়ে এই এলাকার মানুষের বছরের পর বছরের ভোগান্তি এবার শেষ হতে চলেছে।
advertisement
এদিন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজের শিলান্যাস করেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ। শ্মশানের কাজ শুরু হওয়ায় বীরসিং জোত সহ কেটুগাবুর জোত, ভেল্টা জোত সহ আরও ৪টি গ্ৰামের সমস্যা মিটবে। গ্ৰামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে আজ থেকে শ্মশানঘাটের কাজ শুরু হচ্ছে।
প্রসঙ্গত, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাজ্যবাসীর একাধিক সমস্যা দূর হয়েছে। ইতিমধ্যেই বহু এলাকায় কাজও শুরু হয়েছে। প্রতিটি বুথে উন্নয়নের জন্য এই প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানান সভাপতি। অপরদিকে স্থানীয়রা জানাচ্ছেন, বহু বছর ধরে দফতরে দফতরে ঘোরাঘুরি করেও সমস্যা মেটেনি। বর্ষাকালে মৃতদেহ দাহ করতে খুবই সমস্যা হত। আজ থেকে কাজ শুরু হওয়ায় তাঁরা খুশি।
