খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি কার্যত মাদকের আঁতুরঘরে পরিণত হয়েছে। এখানেই একটি ঘরের শৌচাগারের সাব ট্যাঙ্কে মাদক লুকিয়ে চলছিল ব্যবসা! দার্জিলিং জেলা পুলিশের অভিযানে মহিলা মাদক কারবারির বাড়ির শৌচাগারের সাব ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হল ৩০৬ গ্ৰাম ব্রাউন সুগার। গ্ৰেফতার মহিলা মাদক ব্যবসায়ী। ধৃতের নাম সাদিকা খাতুন। পুলিশ সূত্রে খবর, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন।
advertisement
গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে খড়িবাড়ি থানার পুলিশ। পানিট্যাঙ্কির গন্ডোগোল এলাকায় হানা দিয়ে মহিলা মাদক কারবারি বাড়ির শৌচাগারের সাব ট্যাঙ্কের ভিতর থেকে তিন প্যাকেটে মোট ৩০৬ গ্ৰাম মাদক উদ্ধার করেন তাঁরা। সেই সঙ্গেই ধৃতকে NDPS মামলায় গ্ৰেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। অনেকদিন ধরেই তিনি মাদকের ব্যবসা করতেন। এদিন ধৃত মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। মহিলার সঙ্গে জড়িতদেরও খোঁজ শুরু করেছে পুলিশ।
