দার্জিলিংয়ের নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়ে সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, শনিবার রাতে নকশালবাড়ির রথখোলা থেকে টুকরিয়া ডিভিশনে বাড়ির দিকে ফিরছিলেন মোটরসাইকেল ও স্কুটিতে থাকা মোট ৪ জন। নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে একটি দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে পরপর ধাক্কা দেয় মোটরসাইকেল ও স্কুটি। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মৃত্যু হয় মোটরসাইকেল চালক অভিষেক নাগেসিয়া।
advertisement
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে ৪ জনকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে আনা হলে অভিষেককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকালে আচমকা অবস্থার অবনতি হয় রোশন ওঁরাওয়ের। এরপরেই মৃত্যু হয় তাঁর। ২ মৃতের ময়নাতদন্ত করা হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ঘটনার পর থেকেই পলাতক লরি চালক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানা ও নকশালবাড়ি ট্রাফিক পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরাও।
