South 24 Parganas News: উৎসবের মরশুমে দুর্ঘটনা রুখতে প্রশাসনের বড় পদক্ষেপ, ট্রাফিক আইন লঙ্ঘনের বীভৎসতা ফুটে উঠল ব্যস্ত রাস্তায়

Last Updated:

South 24 Parganas News: উৎসবের মরশুমে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর হল প্রশাসন। বজবজের মহেশতলা থানা এবং মহেশতলা ট্রাফিক গার্ডের উদ্যোগে মহেশতলা বাটা মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।

+
উৎসবের

উৎসবের মরশুমে দুর্ঘটনা রুখতে পথনাটিকা 

বজবজ, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: বজবজ ট্রাঙ্ক রোডে পথ দুর্ঘটনায় র‍্যাপিডো চালকের মারা যাওয়া এবং মহিলার আহত হওয়ার ঘটনায় ট্রাফিক নিয়ন্ত্রণে আরও তৎপর প্রশাসন। মহেশতলা থানা এবং মহেশতলা ট্রাফিক গার্ডের উদ্যোগে মহেশতলা বাটা মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।
এই অনুষ্ঠানে আশেপাশের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পুলিশ, ব্যান্ড সহযোগে এক বর্ণাঢ্য পদযাত্রায় আয়োজন করা হয়। সচেতনতার বার্তা দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ব্যানার, পোস্টার নিয়ে বাটা মোড় থেকে পদযাত্রা শুরু করে। বজবজ ট্রাঙ্ক রোডের মেহমানপুর , চন্দননগর হয়ে মহেশতলা কলেজের কাছে প্রদক্ষিণ করে। আবারও বাটা হয়ে বাটা মোড়ে পথনাটিকার মধ্যে দিয়ে পথ দুর্ঘটনার বিভিন্ন সচেতনতা তুলে ধরা হয়।
advertisement
আরও পড়ুনঃ দুই পড়শি পরিবারের অশান্তির মাশুল! বাসন্তীতে বোমা ফেটে গুরুতর জখম শিশু, আনা হল এসএসকেএম
কখনও মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া, কখনও সিগনাল ভেঙে গাড়ি চালানো, সিট বেল্ট না পরে গাড়ি চালানোর পাশাপাশি, হেলমেট না পড়ে ট্রাফিক আইনের তোয়াক্কা না করে গাড়ি চালানোর কী ভয়ংকর ফল হতে পারে, পথনাটিকায় তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে পুলিশ আধিকারিকরা সকলের হতে চকলেট তুলে দেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহেশতলা থানার আইসি বলেন, দুর্ঘটনা এড়াতে কড়া আইন যেমন জরুরি, তেমনই জনমানষে সচেতনতারও প্রয়োজন। পাশাপাশি বড়দিন এবং নববর্ষের সময় দুর্ঘটনা এড়াতে ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মহেশতলা এসডিপিও সৈয়দ রেজাউল কাবির সাংবাদিকদের জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে সারা বছর পশ্চিমবঙ্গের প্রতিটা থানায় এই অনুষ্ঠান করা হয়। উদ্দেশ্য মানুষকে সচেতন করা, পথ দুর্ঘটনায় যেন কোন মানুষের প্রাণ না যায়, পাশাপাশি পথ দুর্ঘটনা এড়াতে সকলকে নিয়ম শৃঙ্খলা মেনে চলারও বার্তা দেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: উৎসবের মরশুমে দুর্ঘটনা রুখতে প্রশাসনের বড় পদক্ষেপ, ট্রাফিক আইন লঙ্ঘনের বীভৎসতা ফুটে উঠল ব্যস্ত রাস্তায়
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement