বৃহস্পতিবার ফের পাহাড়ে ধস নামল। ধসের জেরে মৃত এক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের সুখিয়া ব্লকের প্লুঙ্গডুং গ্রাম পঞ্চায়েতের বুজুয়া গ্রামে। জানা গিয়েছে, সেই গ্রামের বাসিন্দা বছর আটাত্তরের রঘুবীর রাই ধসে চাপা পরে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারে অন্যান্য সদস্যদের সঙ্গে বাড়িতে ছিলেন ওই বৃদ্ধ। বাড়ির বাকি চারজন সদস্য ধসের সময় বেরিয়ে যেতে পারলেও রান্না ঘরে আটকে যান ওই বৃদ্ধ। আর ধসে চাপা পরে প্রাণ হারান। এরপর বিপর্যয় মোকাবিলা দল এবং সুখিয়াপোখরি থানার পুলিশ দেহটি উদ্ধার করে।
advertisement
আরও পড়ুন: দাম বেড়েছে মদের, এবার পুজোয় কতদিন বন্ধ মদের দোকান? শুনে কিন্তু চমকে যাবেন
টানা বৃষ্টির জেরে পাহাড়ে একাধিক জায়গায় ধস নামছে। ধসের আতঙ্ক গ্রাস করেছে এলাকাবাসী থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের। পর্যটনের ভরা মরশুমে এমন ঘটনায় মাথায় হাত পড়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের।
— সুজয় ঘোষ