তিনধরিয়া ওয়ার্কশপটি ১৯১৫ সালে স্থাপন করা হয়েছিল এবং ভারতীয় রেলওয়ের এটিই একমাত্র ওয়ার্কশপ, যেখানে স্টিম ইঞ্জিন ও ন্যারোগেজের কাঠের কোচের রক্ষণাবেক্ষণ করা হয়। এছাড়াও তিনি ১০০ বছরের পুরনো স্টিম ইঞ্জিন লোকো ৮০২ বি পরিদর্শন করেন, যা এখনও ডিএইচআর-এ চলাচল করছে। দার্জিলিং যাওয়ার পথে তিনি বিভিন্ন ‘জেড’ রিভার্স ও লুপ পরিদর্শনও করেন। পরে তিনি তৎকালীন ‘অসম রেল লিংক প্রজেক্ট’-এর মুখ্য কার্যালয় তথা ডিএইচআর-এর মুখ্য কার্যালয় এলিসিয়া প্যালেস পরিদর্শন করেন। সেখানে তিনি মিনি মিউজিয়াম ও ডিএইচআর কার্যালয় পরিদর্শন করেন। পরে, ডিএইচআর-এর আধিকারিকদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে তিনি ওই অঞ্চলে রেলওয়ের কাজের সমস্ত দিকের কর্মক্ষমতার পর্যালোচনা করেন।
advertisement
আরও পড়ুন : এক পায়ে সিকিমের রেনকের শিখরে কলকাতার উদয়, বিশ্বরেকর্ড গড়লেন বাংলার ছেলে
রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন ও সিইও দার্জিলিং হিমালয়ান রেলওয়ে রুটের একটি গুরুত্বপূর্ণ স্টপেজ কার্শিয়াং স্টেশনও পরিদর্শন করেন, যা ডিএইচআর-এর জন্য গুরুত্বপূর্ণ একটি কার্যকর ও প্রশাসনিক কেন্দ্র। তিনি ঘুম মিউজিয়াম ও স্টেশন পরিদর্শন করেন, যা ভারতের মধ্যে সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। পরে তিনি দার্জিলিং স্টেশন পরিদর্শন করেন এবং নতুন করে সাজিয়ে তোলা ঐতিহ্যবাহী টার্ন টেবিল পরিদর্শন করেন। তিনি কার্শিয়াং, ঘুম ও দার্জিলিং স্টেশনের সমস্ত যাত্রী সুযোগসুবিধা খতিয়ে দেখেন।
রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন ও চিফ এগজিকিউটিভ অফিসার শ্রীমতি জয়া বার্মা সিনহার এই পরিদর্শনে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটির সামগ্রিক উন্নয়ন ও সংরক্ষণের উপর মনোযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।