আরও পড়ুনঃ কোথা থেকে কীভাবে তৈরি হচ্ছে চা? জানুন চায়ের ‘ইতিকথা’, দার্জিলিংয়ের টি-ট্যুরিজম উপভোগ করেছেন আপনি?
ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডর তরফে ৪ কোটি টাকার নতুন তিনতলা মার্কেট কমপ্লেক্সের কাজ হবে বিধাননগর বাজারে। ৮৮টি স্টলের মধ্যে ৪২টি ব্যবসায়ীরা ও ২২টি কৃষকদের ছাড়াও বাকি লটারির মাধ্যমে ব্যবসায়ীদের দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে এই কাজ শুরুর কথা থাকলেও ব্যবসায়ীদের একাধিক সমস্যায় কাজ বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে এদিন বিধাননগর ১নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা। যদিও হাতে গোনা ব্যবসায়ীরা উপস্থিত থাকলেও বৈঠক ফলপ্রসূ হয়েছে মত মন্ত্রীর!
advertisement
পার্শ্ববর্তী অন্য মার্কেটের ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম ভাড়া নির্ধারণ করা ও যার যেখানে দোকান রয়েছে সেখানেই তাঁরা দোকান পাবেন বলে আশ্বস্ত করেন মন্ত্রী ৷ সেইসঙ্গে অতিরিক্ত স্টল লটারির মাধ্যমে এলাকার মানুষই পাবেন বলে আশ্বাস দেন তিনি। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর রেজুলেশন নেওয়া হয়েছে। আগামী কালী পুজোর পর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে থাকা পুরনো মার্কেট কমপ্লেক্স ভেঙে নতুন বিল্ডিংয়ের নির্মাণকাজ শুরু করা হবে বলে জানান মন্ত্রী বেচারাম মান্না। এদিনের বৈঠকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এসজেডিএ বোর্ড সদস্য কাজল ঘোষ, বিডিও-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন।
বিধাননগর ব্যবসায়ী সমিতির সদস্য শিবেষ ভৌমিক জানান, উচ্ছেদের ভয়ে কাজ করতে দেয়নি ব্যবসায়ীরা। আজও বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছিলেন। বৈঠকে অনেক ব্যবসায়ী হাজিরই হননি। ব্যবসায়ীদের স্বার্থে মার্কেট কমপ্লেক্স তৈরি হলে ভালো হবে বলে তিনি মন্তব্য করেন। শিলিগুড়ির মেয়র জানান, ভাল উদ্যোগ রাজ্য সরকারের। ব্যবসায়ীদের স্বার্থে এটি হবে। সমস্যা মিটাতে আগামী সেপ্টেম্বরে ব্যবসায়ীদের নিয়ে আরেকবার বসা হবে। মন্ত্রীর আশ্বাসে খুশী ব্যবসায়ীরা।