TRENDING:

Crime News: কুকুরের গায়ে গরম পিচ ঢেলে নির্যাতন! মালদহে সাংঘাতিক কাণ্ড

Last Updated:

Crime News: অসুস্থ কুকুরদের পরিচর্যা করে সুস্থ করে তোলারও চেষ্টা পশুপ্রেমী সংগঠনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মালদহে পথ কুকুরদের গরম পিচে ফেলে পুড়িয়ে মারার চেষ্টা দুষ্কৃতীদের! নৃশংস ঘটনা মালদহের বৈষ্ণবনগরের ১৬ মাইল এলাকার। প্রতিবাদে পথে নেমে মিছিল পশুপ্রেমী সংস্থার।
কুকুরের গায়ে গরম পিচ ঢেলে নির্যাতন
কুকুরের গায়ে গরম পিচ ঢেলে নির্যাতন
advertisement

পাশাপাশি অসুস্থ কুকুরদের পরিচর্যা করে সুস্থ করে তোলারও চেষ্টা পশুপ্রেমী সংগঠনের। এদিকে, এরই মধ্যে মালদহ শহরে কুকুরের উপর অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে নিগৃহীত হলেন এক মহিলা পশুপ্রেমী। শহরের অভিরামপুরে ফোন পেয়ে এক অসুস্থ কুকুরের চিকিৎসা করতে গেলে পশুপ্রেমী সংস্থার প্রতিনিধিদের গালিগালাজ করা হয়। হেনস্থা এমনকি শ্লীলতাহানিরও অভিযোগও এঠে।

advertisement

স্থানীয় যুবকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ।  ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের পশুপ্রেমী মহিলার। তদন্তে নেমেছে পুলিশ। এদিকে গরম পিচে ফেলে পথ কুকুরদের প্রাণনাশের চেষ্টার ঘটনার বিরুদ্ধে মালদা শহরে ধিক্কার মিছিলে সামিল শতাধিক পশুপ্রেমী । অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়।

পথ কুকুরদের ওপর অত্যাচারের ঘটনা ক্রমেই বাড়ছে মালদহে। এমনই দাবি পশুপ্রেমী সংস্থার। শহরাঞ্চলে বিভিন্ন রাস্তা নোংরা করার অভিযোগে মাঝেমধ্যেই 'টার্গেট' করা হচ্ছে পথ কুকুরদের। সম্প্রতি মালদা শহরের সুকান্ত মোড়, অভিরামপুর, পিরোজপুর প্রকৃতি একাধিক এলাকায় পথ কুকুরদের ওপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। তবে সম্প্রতি সমস্ত অত্যাচারকে ছাপিয়ে গিয়েছে মালদহের বৈষ্ণবনগরের ১৬ মাইলের এক ঘটনা।

advertisement

যেখানে চারটি পথ কুকুরকে গায়ে পিচ ঢেলে 'শাস্তি' দেওয়া হয়েছে। ঘটনায় অসুস্থ হয়ে পড়ে চার কুকুর। পশুপ্রেমী সংস্থার উদ্যোগে ওই অসুস্থ কুকুরদের মালদহ শহরে শুক্রবার রাত পর্যন্ত শুশ্রুষার কাজ চলে। গা থেকে পিচ ছাড়িয়ে বিপদমুক্ত করার চেষ্টা হয় পথপুকুরদের। পাশাপাশি স্যালাইনের ব্যবস্থা করে সারমেয়গুলিকে পৌঁছে যাওয়া হয় ১৬ মাইলের নিজস্ব এলাকায়।

advertisement

পথ কুকুরদের ওপর এমন অত্যাচারে উদ্বিগ্ন হয়ে শুক্রবার সকালে মালদা শহরে মিছিল বের করেন পশু প্রেমীরা। যেখানে বৈষ্ণবনগরের ঘটনা তুলে ধরে পথ কুকুরদের অযথা টার্গেট না করার জন্য সচেতনতার প্রচার চালানো হয়। তবে এরমধ্যেও এদিন অনভিপ্রেত ঘটনার সাক্ষী মালদা শহরের অভিরামপুর এলাকা।

আরও পড়ুন, নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে টুঁ শব্দ নেই,মতুয়া মন পেতে আবেগই সম্বল বিজেপির

advertisement

আরও পড়ুন, বাবার মৃত্যুর পরই ভাগ্যবদল! পর পর বাঁধল লটারি, শেষে কোটিপতি ছেলে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

যেখানে আহত এক কুকুরকে শুশ্রষা করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের রোষের মুখে পড়েন পশুপ্রেমী সংস্থার প্রতিনিধিরা। এক মহিলা পশুপ্রেমীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনার সুবিচার চেয়ে ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হয়েছে পশুপ্রেমীদের একাধিক সংগঠন।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: কুকুরের গায়ে গরম পিচ ঢেলে নির্যাতন! মালদহে সাংঘাতিক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল