ঘটনাটি ঘটেছে গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা পাড়া এলাকায়। অভিযুক্ত মেয়ে জামাই নূর ভক্ত। এর আগে বধূ নির্যাতনের অভিযোগে জেল খাটতে হয়েছে তাকে। সূত্রের খবর কয়েক মাস আগে স্বামী নূর ভক্ত নিজের স্ত্রীর উপর শারীরিক নির্যাতনের কারণে তাকে ছেড়ে বাপের বাড়ি চলে আসে স্ত্রী ।
advertisement
এরপর থেকে রীতিমতো ক্ষোভে ফুঁসছিল সে। অভিযোগ বিয়ের পর থেকে স্ত্রীকে মানসিক শারীরিকভাবে নির্যাতন চালাত অভিযুক্ত নুর ভক্ত নামে সেই ব্যক্তি । যার কারণে ধূপগুড়ি থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করে স্ত্রী। যার জন্য তাকে জেলেও খাটতে হয়। জেল থেকে মুক্তি পাওয়ার পরেও তার স্ত্রী তার কাছে ফিরে না আসায় সেই রাগেই এদিন রাতে জামাই নূর ভক্ত শ্বশুরবাড়িতে শাশুড়ির উপরে চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে দিয়ে রীতিমতো তার মাথায় পিঠে পায়ে বিভিন্ন জায়গায় হামলা চালায়। তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন।
আরও পড়ুন-১ টাকা খরচ হবে না! বাড়িতে এসি সার্ভিস করার কায়দা শিখে নিন, খরচ বাঁচবে
গ্রামবাসীরা আসার আগেই সে সেখান থেকে পালিয়ে যায়। গ্রামবাসীরা নুরিমা বেগমকে উদ্ধার করে নিয়ে যায় মহকুমা হাসপাতাল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে রেফার করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতাল। এদিকে তার খোঁজে তল্লাশি শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
রকি চৌধূরী