TRENDING:

CPIM: সিপিএম নেতার ছেলে বলেই এমন কাণ্ড? চোপড়ায় ভয়াবহ ঘটনা, আসরে বামেরা

Last Updated:

CPIM: জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে গ্রামের মধ্যে বসেই গল্প করছিল সিপিএম নেতা তথা প্রাক্তন চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মকলেসর রহমানের ছেলে রবিউল হাবিব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চঞ্চল মোদক, চোপড়া: আচমকা সিপিএম নেতার ছেলের উপর ধারাল অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয় সিপিএম নেতার ছেলে রবিউল হাবিব। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে চোপড়া থানার ঘিরনীগাও গ্রাম পঞ্চায়েতের দোলুয়া এলাকায়।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে গ্রামের মধ্যে বসেই গল্প করছিল সিপিএম নেতা তথা প্রাক্তন চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মকলেসর রহমানের ছেলে রবিউল হাবিব। সেই সময়ই গ্রামের আকতার আলী নামে এক যুবক তার উপর আচমকা ধারাল অস্ত্র দিয়ে উপর হামলা করে বলে অভিযোগ।

আরও পড়ুন: বাংলায় গোয়া-লন্ডন খুঁজলেন অশোক দিন্দা, পাল্টা ম্যাকগ্রা-তুলনা বাবুলের! হলটা কী?

advertisement

এই ঘটনায় গুরুতর জখম হয় রবিউল হাবিব। তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য।

আরও পড়ুন: কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, BJP-বাম সমর্থিত নির্দল প্রার্থী অপহরণ! আসরে কান্তি গঙ্গোপাধ্যায়

অন্যদিকে খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন ইসলামপুরের সিপিএমের নেতৃত্বরা। তবে কী কারণে ওই যুবক হামলা করল, তা এখনও স্পষ্ট নয়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
CPIM: সিপিএম নেতার ছেলে বলেই এমন কাণ্ড? চোপড়ায় ভয়াবহ ঘটনা, আসরে বামেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল