বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের উদ্যোগে দুদিনের কর্মশালা ও সমাবেশ আয়োজন করা হয় এদিন। মালদহের হরিশ্চন্দ্রপুরে এই সভা থেকেই তৃণমূলকে আক্রমণ শানান মহম্মদ সেলিম। তিনি বলেন, "যারা মানুষের টাকা লুট করছে, সেইসব লুটেরাদের রস বের করে নিতে হবে।" এদিন মহম্মদ সেলিমের বক্তব্যে পঞ্চায়েত ভোটে বাম-কংগ্রেস 'জোটের' সম্ভাবনা আরও জোড়াল হয়েছে। আগামী পঞ্চায়েত ভোটে বিজেপি ও তৃণমূলকে বাদ দিয়ে সবশক্তিকে একজোট করারও ডাক দেন মহম্মদ সেলিম। তাঁর কথায়, "মালদহে মাদ্রাসা ভোট গুলিতে কংগ্রেস ও বাম জোট সঙ্গী হয়ে ভাল ফল করেছে। আমরা বিজেপি ও তৃণমূল বিরোধী সকলকে এক করতে চাই।"
advertisement
এদিনের সভামঞ্চ থেকে হরিশ্চন্দ্রপুরে বন্যা ত্রাণ কেলেঙ্কারি নিয়েও সরব হন মহম্মদ সেলিম। হরিশ্চন্দ্রপুরে বন্যাত্রাণের ১৯ কোটি ৬০ লক্ষ টাকা তৃণমূল নেতৃত্ব হাপিশ করে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। হরিশ্চন্দ্রপুরে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে তৃণমূলও। যেখানে হাজির থাকবেন রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুনাল ঘোষ।