পাশাপাশি তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল, সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, শীতলকুচি ও চ্যাংরাবান্দায় এলাকায় নতুন করে কোভিড হাসপাতাল গড়ে তোলা হবে। ২০২০ সালের মার্চ মাসে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একাংশে কোভিড ওয়ার্ড গড়ে তোলা হয়। পাশাপাশি কোচবিহারের চকচকা এলাকার একটি বেসরকারি হাসপাতালকে নতুন করে কোভিড হাসপাতালে পরিকাঠামো তৈরি করে সেসময় পরিস্থিতি সামলানো হয়।
advertisement
আরও পড়ুন : ভয়ঙ্কর কাণ্ড জলপাইগুড়িতে! দাউদাউ করে জ্বলছে চলন্ত স্কুটি! দেখুন ভিডিও
পরবর্তীতে দিনহাটা ও তুফানগঞ্জ মহকুমা হাসপাতালেও কোভিড ওয়ার্ড খোলা হয়। তবে কোভিডের গ্রাফ তলানিতে চলে আসায় চকচকা এলাকার ওই বেসরকারি হাসপাতাল ছেড়ে দেওয়া হয়েছে। তাই আগামীতে যাতে কোভিডের প্রকোপ দেখা দিলে আক্রান্তদের চিকিৎসা করতে অসুবিধা না হয় তাই জেলার ৫ টি মহকুমায় একটি করে কোভিড হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কোচবিহারে ৫০ শয্যা বিশিষ্ট এবং সিতাই শীতলকুচি ও চ্যাংড়াবান্ধা তিন জায়গায় ২০ শয্যা বিশিষ্ট করে আরও তিনটি কোভিড হাসপাতালের নির্মাণের কাজ শুরু হচ্ছে।
আরও পড়ুন : জিয়াগঞ্জ নার্সিং কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক উত্তেজনা এলাকায়
কোচবিহার মেডিক্যাল কলেজের উল্টো দিকে স্বাস্থ্য দফতরের জমিতে ৫০ বেডের কোভিড হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে। এ জন্য বরাদ্দ হয়েছে ৪ কোটি টাকা। আগামী ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে ওই কাজ শেষ হয়ে যাবে বলে স্বাস্থ্য দফতরের কর্তাদের দাবি।