আরও পড়ুনঃ ফুটবল খেলতে আর ময়দানে যাওয়া হল না! পথেই বড় দুর্ঘটনা, ঝোপের ধারে উলটে গাড়ি, কী অবস্থা খেলোয়াড়দের?
আক্রান্ত গৃহবধূ নাম নমিতা বর্মন। স্থানীয় বাসিন্দা পরিমল বর্মনের স্ত্রী তিনি। গৃহবধুর অভিযোগ, তাঁদের সীমানায় অবৈধভাবে সরকারি ঘর ও বিল্ডিং তৈরি করছে কাউন্সিলরের আত্মীয়। বিষয়টি নিয়ে গত গত জুন মাসের ১৬ তারিখ তাঁরা পুরসভা কর্তৃপক্ষের দারস্থ হয়ে ছিলেন। পুরসভার তরফে জমি মাপযোগ করে পরবর্তীতে ঘর নির্মানের পরামর্শ দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছিল।
advertisement
কিন্তু সেই সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত পুরসভার পরামর্শকে অগ্রাহ্য করে শুক্রবার সকাল থেকে রীতিমতো ঘর তৈরির কাজ শুরু করে দেন অভিযুক্তরা। সেই সময়ে নমিতা বর্মন সেখানে উপস্থিত হয়ে তাদের বাধা দিতে গেলে শুরু হয় বচসা। ধীরে ধীরে জড়ো হন দুই পক্ষের লোকজন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। গৃহবধূকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগে জানিয়েছেন নমিতা দেবী।
