কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি গ্রামপঞ্চায়েত অফিসের সামনে দুই ব্যক্তির মধ্যে গণ্ডগোল বাধে। সেই অশান্তি থামাতে গিয়ে উলটে মার খান সঞ্জয়। দুই অভিযুক্ত সঞ্জয়ের উপর চড়াও হন। তাঁকে মারধর করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, লোহার রড দিয়ে সঞ্জয়ের মাথায় ও শরীরে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
তবে পরে কোচবিহার জেলা পুলিশ সুপারের তরফে জানানো হয়, লোহার রড নয়, শাবল দিয়ে আঘাত করা হয়েছিল সঞ্জয়ের মাথায় ও শরীর। শাবলের ঘায়ে গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি।
আরও পড়ুনঃ পুলিশি প্রহসনের ‘শিকার’ গরিব টোটো চালক! ব্যস্ত রাস্তার মাঝে বেধড়ক মার, বিনা দোষেই জুটল নির্মম শাস্তি
এই ঘটনার পর মৃত সঞ্জয় বর্মনের বাড়িতে গিয়েছেন কোচবিহার জেলার তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। শোকে কাতর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা।