সোমবার ঘটনাটি ঘটেছে এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিন সন্ধ্যায় ওই ধৃত ব্যক্তিকে হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। আর সেই সময়েই ঘটল তুলকালাম কাণ্ড।
advertisement
হাসপাতালের জরুরি বিভাগের সামনে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বাথরুমে ঢুকে পড়ে ওই ব্যক্তি। ভিতর থেকে দরজা বন্ধ করে নেয়। বাথরুমের ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। পুলিশ তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার আইসি থেকে শুরু করে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা-সহ বিশাল পুলিশ বাহিনী। ধৃত ব্যক্তি হাতে একটি লোহার রড নিয়ে পুলিশকে হুমকি দিতে থাকে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালানোর পর কোতোয়ালি থানার আইসি তপন পাল-সহ একটি টিম শৌচালয়ের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে সেখান থেকে উদ্ধার করে।
আরও পড়ুনঃ ভরসন্ধ্যায় বক্সার জঙ্গলে শুট আউট! গুলিতে ঝাঁঝরা তরুণ তাজা প্রাণ! চাঞ্চল্যকর কাণ্ড আলিপুরদুয়ারে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম নবীন কল্লু। হায়দরাবাদের বাসিন্দা। গতকাল কোচবিহার শহরের রেল ঘুমটি এলাকা থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। তবে এই ঘটনার পরে এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে পরিষেবা ব্যহত হয়।