জানা গিয়েছে, দীর্ঘ ১৮ বছর যাবত বাড়ি সংলগ্ন এলাকায় লটারি বিক্রি করে দিনযাপন করতেন বিজয়। তার কাছ থেকে লটারি টিকিট কেটে অনেকেই প্রথম পুরস্কার কিংবা অন্য কোনও পুরস্কার জিতেছেন। কিন্তু এবার তিনিই পেলেন ১ কোটি টাকা। বিক্রি না হওয়া টিকিট ওই লটারি বিক্রেতা নিজের কাছে রেখে দেন আর সেই রেখে দেওয়া টিকিটেই ঘুরে গেল তাঁর ভাগ্যের চাকা। পরিবারে সেভাবে আর্থিক স্বাচ্ছন্দ্য নেই, লটারি বিক্রি করেই দিন গুজরান করেন তিনি।
advertisement
আরও পড়ুন: ছিলেন ঘরছাড়া, বাড়ি ফিরতেই বিজেপি নেতার সঙ্গে মারাত্মক ঘটনা ঝড়খালিতে!
তবে এবার ১ কোটি টাকা পাওয়ায় আগামী দিনগুলিতে তিনি একাধিক পরিকল্পনা নিয়েছেন। প্রথমেই নিজের বাড়ি তৈরি করবেন এবং বাকি টাকা দিয়ে অন্যান্য কাজ করবেন এমনটাই জানিয়েছেন বিজয় বাবু। এদিকে বিক্রি না হওয়া টিকিটে ১ কোটি টাকা পাওয়া মাত্রই তড়িঘড়ি তিনি ছুটে আসেন দিনহাটা থানায় নিজের নিরাপত্তার স্বার্থে।
আরও পড়ুন: ফের বৃষ্টির দাপট নাকি শুষ্ক থাকবে আবহাওয়া? পাঁচ দিনের জরুরি পূর্বাভাস হাওয়া অফিসের
পুলিশের কর্তারা তাকে আশ্বস্ত করেছেন তার নিরাপত্তার বিষয়ে এবং যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে প্রশাসন বলে জানা গেছে। এদিকে গ্রামেরই ওই ব্যক্তি লটারিতে এক কোটি টাকা পাওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। জানা গেছে বিজয় বাবুর দুই মেয়ে ও স্ত্রী রয়েছেন। তবে দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় স্বামী স্ত্রী দুজনে মিলে সংসার করছিলেন কোনও রকমে। কিন্তু লটারির টিকিটে ১ কোটি টাকা পাওয়া তাঁর জীবনকে একেবারেই বদলে দিল।