TRENDING:

বিয়ে নিয়ে হুলস্থূল! বাড়িতে দ্বিতীয় পক্ষের নতুন বউ, বাইরে হাজির পুরনো বউ, তারপর...

Last Updated:

বাড়ির ভিতরে নব বিবাহিত দ্বিতীয় পক্ষের স্ত্রী, আর বাইরে ধর্নায় প্রথম পক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ:  একসঙ্গে বাড়িতে হাজির দুই বউ ।  বিয়ে নিয়ে হুলস্থুল কাণ্ড পুরাতন মালদহে। পরিস্থিতি সামাল দিতে আসরে পুলিশ । আর পুলিশ দেখেই বেপাত্তা বর। নাটকীয় এমন ঘটনার সাক্ষী থাকলেন বহু মানুষ । ঘটনায় হইচই পুরাতন মালদহের খয়েরাতি পাড়া এলাকায়। কোন পক্ষ নেবেন বুঝতে না পেরে দ্বিধায় উপস্থিত মানুষজন ।
Controversy over marriage in Maldah
Controversy over marriage in Maldah
advertisement

জানা গিয়েছে ,পুরাতন মালদহের খয়েরাতি পাড়া এলাকার বাসিন্দা ইব্রাহিম সেখ বিহারের কাটিহার জেলায়  একটি বেসরকারী সংস্থায় কর্মী । বছর চারেক আগে তাঁর বিয়ে হয় এলাকারই বাসিন্দা টিনা বিবির সঙ্গে । তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে । কিন্তু বিয়ের পর থেকেই স্বামী , স্ত্রীর মধ্যে বনিবনার সমস্যা দেখা দেয় । শেষ পর্যন্ত বছর দুয়েক আগে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যান টিনা । এরপর থেকে সেখানেই থাকছিলেন তিনি । তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে ।

advertisement

আরও  পড়ুন -  জিম্বাবোয়ের সংবাদ পাঠক নাকি পাকিস্তানকে হারানোয় হেসে কুটোপাটি! ভাইরাল ভিডিও-র সত্য চমকে দেবে

এরই মধ্যে কাটিহারের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ইব্রাহিম । ওই মেয়েকে বিয়ে করে খয়েরাতি পাড়ার বাড়িতে এসে উঠেন তিনি । বাড়ির লোকজন দ্বিতীয় স্ত্রীকে সাদরে ঘরে তুলে নেয় । এই খবর পৌচ্ছতেই মেয়েকে কোলো নিয়ে স্বামী ইব্রাহিমের বাড়িতে এসে হাজির হন প্রথম পক্ষের স্ত্রী টিনা । স্বামীর সঙ্গে ঘর করার ইচ্ছে প্রকাশ করেন তিনি । একই সঙ্গে তাঁর প্রশ্ন , তালাক বা বিবাহ বিচ্ছেদ ছাড়াই কিভাবে দ্বিতীয় বিবাহ করলেন ইব্রাহিম । শুধু তাই নয় দ্বিতীয় বিয়ের বৈধতাকেও চ্যালেঞ্জ করেন তিনি । চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সামনে ভিড় করেন এলাকার লোকজন । এক সময় ইব্রাহিমকে নিয়ে শুরু হয় দুই বউ এর টানা হেঁচড়া ।

advertisement

খবর পেয়ে এলাকায় পৌছয় পুরাতন মালদা থানার পুলিশ । যদিও পুলিশ আসার বিষয় টের পেয়ে বেপাত্তা হয়ে যায় ইব্রাহিম । শেষ পর্যন্ত প্রথম পক্ষের স্ত্রীকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। আইনগত ভাবে বিষয়টি মীমাংসার পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
স্মার্ট প্রযুক্তিতে হার্ট পরীক্ষা, সিউড়িতে 'উপহার' এর হাত ধরে রুখে দেওয়া হবে হার্ট অ্যাটাক
আরও দেখুন

Sebak DebSarma

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিয়ে নিয়ে হুলস্থূল! বাড়িতে দ্বিতীয় পক্ষের নতুন বউ, বাইরে হাজির পুরনো বউ, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল