জানা গিয়েছে ,পুরাতন মালদহের খয়েরাতি পাড়া এলাকার বাসিন্দা ইব্রাহিম সেখ বিহারের কাটিহার জেলায় একটি বেসরকারী সংস্থায় কর্মী । বছর চারেক আগে তাঁর বিয়ে হয় এলাকারই বাসিন্দা টিনা বিবির সঙ্গে । তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে । কিন্তু বিয়ের পর থেকেই স্বামী , স্ত্রীর মধ্যে বনিবনার সমস্যা দেখা দেয় । শেষ পর্যন্ত বছর দুয়েক আগে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যান টিনা । এরপর থেকে সেখানেই থাকছিলেন তিনি । তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে ।
advertisement
আরও পড়ুন - জিম্বাবোয়ের সংবাদ পাঠক নাকি পাকিস্তানকে হারানোয় হেসে কুটোপাটি! ভাইরাল ভিডিও-র সত্য চমকে দেবে
এরই মধ্যে কাটিহারের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ইব্রাহিম । ওই মেয়েকে বিয়ে করে খয়েরাতি পাড়ার বাড়িতে এসে উঠেন তিনি । বাড়ির লোকজন দ্বিতীয় স্ত্রীকে সাদরে ঘরে তুলে নেয় । এই খবর পৌচ্ছতেই মেয়েকে কোলো নিয়ে স্বামী ইব্রাহিমের বাড়িতে এসে হাজির হন প্রথম পক্ষের স্ত্রী টিনা । স্বামীর সঙ্গে ঘর করার ইচ্ছে প্রকাশ করেন তিনি । একই সঙ্গে তাঁর প্রশ্ন , তালাক বা বিবাহ বিচ্ছেদ ছাড়াই কিভাবে দ্বিতীয় বিবাহ করলেন ইব্রাহিম । শুধু তাই নয় দ্বিতীয় বিয়ের বৈধতাকেও চ্যালেঞ্জ করেন তিনি । চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সামনে ভিড় করেন এলাকার লোকজন । এক সময় ইব্রাহিমকে নিয়ে শুরু হয় দুই বউ এর টানা হেঁচড়া ।
খবর পেয়ে এলাকায় পৌছয় পুরাতন মালদা থানার পুলিশ । যদিও পুলিশ আসার বিষয় টের পেয়ে বেপাত্তা হয়ে যায় ইব্রাহিম । শেষ পর্যন্ত প্রথম পক্ষের স্ত্রীকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। আইনগত ভাবে বিষয়টি মীমাংসার পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Sebak DebSarma
