TRENDING:

ভোট আসে ভোট যায়, কিন্তু হাল ফেরে না এই চা বাগানের শ্রমিকদের...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: ভোট আসে, ভোট যায়। শ্রমিকদের সাদাকালো বস্তিতে ভিড় জমে লাল, নীল, গেরুয়ার। কিন্তু, দিন বদলায় না আলিপুরদুয়ারের রেডব্যাঙ্ক চা বাগানের। কুড়ি বছর বন্ধ বাগান। ২০ বছর বন্ধ আলিপুরদুয়ারের রেডব্যাঙ্ক চা বাগান, অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ কথা রাখেনি৷
advertisement

এই হল আলিপুদুয়ারের রেডব্যাঙ্ক চা বাগান। কুড়ি বছর বন্ধ। বাগানের সর্বত্র ছড়িয়ে তার চিহ্ন। কেউ কোত্থাও নেই। টিনের ছাউনির তলায় অপার নৈঃশব্দ। সিঁড়ি যেন উঠে গেছে অনন্ত শূন্যতায়। দু’বেলা পেট ভরাতে শ্রমিকরা রোজ যুদ্ধ চালান। আর অপেক্ষা করেন অবসরে। তবু ভোট আসে, ভোট যায়। প্রতিবার স্বপ্ন বুনতে থাকে চা বাগান।

advertisement

শেষবার কবে খুলেছে বাগান? ভুলে গেছেন অনেকেই। ভোটের লাইনে দাঁড়িয়ে বিড়বিড় করেন শ্রমিকরা। কাজ চাই, কাজ। চা শিল্পেই চলে উত্তরবঙ্গের রাজনীতি, খালি পেটে হাসি মুখে ভোটের লাইনে, মনে আশা, কেউ তো কথা রাখবে

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

অভাব অনটন নিত্যসঙ্গী। তবু, আলো ছড়ায় শিশুর হাসি। বাবা ছেলের কাঁধ ছুঁয়ে বলে, দেখিস একদিন আমরাও... ভাল থাকার সেই চিঠি কবে আসবে? অপেক্ষায় থাকে বন্ধ চা বাগানের লেটার বক্স।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভোট আসে ভোট যায়, কিন্তু হাল ফেরে না এই চা বাগানের শ্রমিকদের...