আতঙ্কিত বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপরা এলাকার মানুষেরা। দিনের আলোতেই বহুমূল্য সেগুন গাছ কেটে পাচার কাঠ মাফিয়াদের। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের বনাঞ্চলের ছিপরা জঙ্গলে সেগুন কাঠ চুরির অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। উল্লেখ্য এর আগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভেতর পর্যটকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন: সব অধ্যাপককে বৈঠকে ডাকলেন উপাচার্য, রবীন্দ্রভারতী নিয়ে বড় সিদ্ধান্তের সম্ভাবনা
advertisement
সেই বারও বন দফতর ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসন জানিয়েছিল, তারা কিছুই জানে না। এবার দিনের আলোতেই বহুমূল্য সেগুন কাঠ চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। তাহলে কি বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল দুষ্কৃতীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে? এই অবস্থায় কোটি কোটি টাকা ব্যয়ে বাইরে থেকে রয়েল বেঙ্গল টাইগার আনা কতটা নিরাপদ?
আরও পড়ুন: ১০ না ৮ টাকা? বাসের ভাড়া নিয়ে দ্বিমত সরকার ও বেসরকারি বাস মালিকদের, চাপল শর্ত
জঙ্গলের গাছ এভাবে কেটে নিয়ে গেলে বাঘেরা থাকবে কীভাবে? কাঠ চুরির এই ঘটনা এই সব বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।