TRENDING:

Mamata Banerjee: ১৬ তারিখ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক, ইন্দো-ভুটান রিভার কমিশনে কেন্দ্রের ভূমিকা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী 

Last Updated:

উত্তরবঙ্গের বিপর্যয়ের পরেই ইন্দো-ভুটান রিভার কমিশন নিয়ে সরব হয় তৃণমূল। সামগ্রিক পরিস্থিতিতে কেন্দ্রকে দুষে শাসক দল দাবি করে জানায়, উত্তরবঙ্গে এতটা ক্ষয়ক্ষতি ঠেকানো যেত, যায়নি স্রেফ কেন্দ্রের উদাসনীতায়। শুধু তাই নয়, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা সত্ত্বেও ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরি হয়নি বলেও অভিযোগ রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, শিলিগুড়ি: ভুটানের জলে এত বড় ক্ষতি হয়েছে। ওদের ক্ষতিপূরণ দিতে হবে। রিভার কমিশনের দাবি জানিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বিপর্যয়ের পরেই ইন্দো-ভুটান রিভার কমিশন নিয়ে সরব হয় তৃণমূল। সামগ্রিক পরিস্থিতিতে কেন্দ্রকে দুষে শাসক দল দাবি করে জানায়, উত্তরবঙ্গে এতটা ক্ষয়ক্ষতি ঠেকানো যেত, যায়নি স্রেফ কেন্দ্রের উদাসনীতায়। শুধু তাই নয়, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা সত্ত্বেও ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরি হয়নি বলেও অভিযোগ রয়েছে।
ইন্দো-ভুটান রিভার কমিশনে কেন্দ্রের ভূমিকা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী 
ইন্দো-ভুটান রিভার কমিশনে কেন্দ্রের ভূমিকা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী 
advertisement

আরও পড়ুন– ক্ষুদিরাম মেট্রোর ক্রসওভার তৈরি হয়ে যাবে আগামী সপ্তাহেই, কবি সুভাষ চালু হতে আরও কত সময় লাগবে?

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেকদিন ধরে রিভার কমিশনের দাবি জানিয়ে আসছি। কেন্দ্র গুরুত্ব দেয়নি। ১৬ অক্টোবর নয়াদিল্লিতে বৈঠক আছে। আমি আমাদের প্রতিনিধি পাঠাব।’’ সেখানে আবারও ইন্দো-ভুটান রিভার কমিশনের দাবি তোলা হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন– বাবা তৃতীয় শ্রেণী পাশ, মা সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, মেয়ে একাদশ শ্রেণীতে ফেল করেও ডেপুটি কালেক্টর, প্রিয়লের সাফল্য অত্যাশ্চর্য

দাবি সত্ত্বেও হয়নি ইন্দো-ভুটান রিভার কমিশন। এর জেরেই কেন্দ্রকে তোপ দাগল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, ‘‘গত ১১ অগাস্ট আমি রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে জলশক্তি মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলাম যে ইন্দো-ভুটান রিভার কমিশন নিয়ে কী ভাবনা রয়েছে? তাতে মন্ত্রী সিআর পাটিল লিখিতভাবে জানিয়েছেন যে এনিয়ে কোনও ভাবনা নেই। ভুটান ও বাংলার নদীগুলি যেমন রায়ডাক, সংকোশের জলে প্লাবিত হয়ে উঠেছে উত্তরবঙ্গের একাধিক জায়গা। ভুটান, সিকিমের বৃষ্টিতে বাংলার মানুষ ডুবছে। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ইন্দো-ভুটান রিভার কমিশন বাস্তবায়িত করা জরুরি। তাহলে নদীর জল নিয়ন্ত্রণ করা যাবে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেওয়াল জুড়ে রয়েছে শুধুই ইতিহাসের গন্ধ, বিপ্লবী ক্ষুদিরাম বসুর বেড়ে ওঠা 'এই' বাড়িতেই! জানুন
আরও দেখুন

রাজ্য সরকারের তরফে বলা সত্ত্বেও ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরি হয়নি। রাজ্যসভায় তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই সংক্রান্ত প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রকের মন্ত্রী স্পষ্টই জানিয়েছেন, এটি বাস্তবায়নের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। দুর্যোগ পরিস্থিতি দেখে তিনি প্রশ্ন তুললেন, ‘‘ইন্দো-বাংলাদেশ রিভার কমিশন থাকলে কেন ইন্দো-ভুটান রিভার কমিশন কেন থাকবে না? এটা তো প্রয়োজনীয়।’’ আপাতত ১৬ তারিখের বৈঠকের দিকে তাকিয়ে সকলে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: ১৬ তারিখ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক, ইন্দো-ভুটান রিভার কমিশনে কেন্দ্রের ভূমিকা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল