জলপাইগুড়ির নেওরা নদীর ভাঙন এলাকায় মেরামতির কাজ শুরু করা হয়েছে। উল্লেখ্য, শনিবার প্রবল বৃষ্টির জেরে নেওরা নদীতে জলোচ্ছ্বাস দেখা দেয়। মাটিয়ালি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের নেওরা মাঝিয়ালী বাটায় গোল বস্তি এলাকায় নেওরা নদীর ভাঙন ভয়াবহ আকার নেয়।
advertisement
ভাঙনের কবলে একটি বেসরকারি রিসোর্টের সীমানা প্রাচীরের একাংশ তলিয়ে গিয়েছে। ক্রমশ ভাঙন ধেয়ে আসে জনবসতি এলাকার দিকে। পরের দিন রবিবার ওই এলাকা পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিক-সহ জনপ্রতিনিধিরা। তবে বর্তমানে নদীর জল কমলেও ভাঙন চলছে। এখনও আতঙ্কিত হয়ে রয়েছেন নদী সংলগ্ন এলাকার বসতিরা। অবশেষে ভাঙন রোধে সেচ দফতরের তরফে কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। পাথর ও তরজালির বাঁধ দিয়ে আপাতত ওই এলাকায় ভাঙন রোধে কাজ করা হচ্ছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
October 14, 2025 11:54 AM IST