TRENDING:

প্রবল বৃষ্টিতে নেওরা নদীতে জলোচ্ছ্বাস, গিলতে আসছে গ্রাম! দেরি না করে পর্যটনকেন্দ্র ও বসতি বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল সেচ দফতর

Last Updated:

Neora Nadi Erosion: জলপাইগুড়ির নেওরা নদীর ভাঙন এলাকায় মেরামতির কাজ শুরু করল সেচ দফতর। শনিবার প্রবল বৃষ্টির জেরে নেওরা নদীতে জলোচ্ছ্বাস দেখা দেয়। ভাঙন ভয়াবহ আকার নেয়। ভাঙনের কবলে একটি বেসরকারি রিসোর্টের প্রাচীরের একাংশ তলিয়ে গিয়েছে। ক্রমশ ভাঙন ধেয়ে আসে জনবসতি এলাকার দিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরী: ফের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির পর্যটনকেন্দ্র ও গ্রামগুলো। এবার তা রক্ষার্থে তৎপর হল প্রসাশন। নেওরা নদীর ভাঙন রুখতে পাথর ও তারজালির বাঁধ নির্মাণের কাজ শুরু করল সেচ দফতর। বৃষ্টি না হওয়ায় অনেকটাই জল কমেছে নেওরা নদীর। তবে ভাঙন অব্যাহত রয়েছে। আতঙ্ক কাটেনি নদী সংলগ্ন এলাকার মানুষদের। নদী ভাঙন রোধে কাজ শুরু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ।
নেওরা নদীর ভাঙন এলাকায় মেরামতির কাজ শুরু
নেওরা নদীর ভাঙন এলাকায় মেরামতির কাজ শুরু
advertisement

জলপাইগুড়ির নেওরা নদীর ভাঙন এলাকায় মেরামতির কাজ শুরু করা হয়েছে। উল্লেখ্য, শনিবার প্রবল বৃষ্টির জেরে নেওরা নদীতে জলোচ্ছ্বাস দেখা দেয়। মাটিয়ালি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের নেওরা মাঝিয়ালী বাটায় গোল বস্তি এলাকায় নেওরা নদীর ভাঙন ভয়াবহ আকার নেয়।

আরও পড়ুনঃ রাত হলেই চালের গন্ধে বাড়ে তাদের আনাগোনা! বন্যার পর নতুন আতঙ্ক ডুয়ার্সে, উড়েছে শান্তির ঘুম! রাতভর পাহারা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় আপডেট! অধিগ্রহণ নয়, নেওয়া হয়েছে অন্য পরিকল্পনা
আরও দেখুন

ভাঙনের কবলে একটি বেসরকারি রিসোর্টের সীমানা প্রাচীরের একাংশ তলিয়ে গিয়েছে। ক্রমশ ভাঙন ধেয়ে আসে জনবসতি এলাকার দিকে। পরের দিন রবিবার ওই এলাকা পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিক-সহ জনপ্রতিনিধিরা। তবে বর্তমানে নদীর জল কমলেও ভাঙন চলছে। এখনও আতঙ্কিত হয়ে রয়েছেন নদী সংলগ্ন এলাকার বসতিরা। অবশেষে ভাঙন রোধে সেচ দফতরের তরফে কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। পাথর ও তরজালির বাঁধ দিয়ে আপাতত ওই এলাকায় ভাঙন রোধে কাজ করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
প্রবল বৃষ্টিতে নেওরা নদীতে জলোচ্ছ্বাস, গিলতে আসছে গ্রাম! দেরি না করে পর্যটনকেন্দ্র ও বসতি বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল সেচ দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল