Kolkata Metro: ক্ষুদিরাম মেট্রোর ক্রসওভার তৈরি হয়ে যাবে আগামী সপ্তাহেই, কবি সুভাষ চালু হতে আরও কত সময় লাগবে?

Last Updated:

শহিদ ক্ষুদিরামের স্টেশনের পর যে ক্রসওভার তৈরি করার কথা, তা আগামী সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। গোটা কাজে খরচ হবে প্রায় সাড়ে ৯ কোটি টাকা।

ক্ষুদিরাম মেট্রোর ক্রসওভার তৈরি হয়ে যাবে আগামী সপ্তাহেই
ক্ষুদিরাম মেট্রোর ক্রসওভার তৈরি হয়ে যাবে আগামী সপ্তাহেই
আবীর ঘোষাল, কলকাতা: শহিদ ক্ষুদিরামের স্টেশনের পর যে ক্রসওভার তৈরি করার কথা, তা আগামী সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। গোটা কাজে খরচ হবে প্রায় সাড়ে ৯ কোটি টাকা। এই ক্রসওভার তৈরি হয়ে গেলে অনেকটা সুবিধা হবে দক্ষিণে মেট্রো রেক ঘোরানোর। দ্রুত রেক ঘুরতে পারলে টালিগঞ্জমুখী মেট্রোর লেট হওয়া কমবে বলে আশাবাদী মেট্রো রেলের আধিকারিকরা। অন্যদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে যে সংস্থা কাজ করছিল তারা জানিয়েছে, কাজ দ্রুত শুরু করা যাবে।
যে সমীক্ষক সংস্থা এই কাজ করছিল, তারা রিপোর্ট জমা দিয়েছে। গোটা স্টেশনটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। কিন্তু সেই কাজ কত তাড়াতাড়ি শেষ হবে? যাত্রীদের প্রশ্ন এটা নিয়ে বহুদিন ধরেই। কারণ, ব্লু লাইনের দক্ষিণ প্রান্তে শেষ স্টেশন হিসেবে এই মেট্রো স্টেশনটি গড়িয়ার বিস্তীর্ণ এলাকা সংযোগকারী। এখানে প্রচুর মানুষের যাতায়াত। স্টেশনটি বন্ধ হওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন।কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার শুধাংশু শেখর মিশ্র জানিয়েছেন, এই কাজ করতে সময় লাগবে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে তা শেষ হবে।
advertisement
advertisement
গত ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল দেখা যায়। এই স্টেশনটি মাটির উপরে প্রায় ২১ টি পিলারের উপর তৈরি। একে একে চারটি পিলারে সেই ফাটল স্পষ্ট হয়। ফলে রাতারাতিই মেট্রো চলাচল বন্ধ করে তা মেরামতির কাজ শুরু হয়। মেট্রোর জেনারেল ম্যানেজার উল্লেখ করেন, এখনও ৬ থেকে ৭ মাস সময় লাগবে কাজ শেষ হতে। অর্থাৎ চলতি বছর কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে পরিষেবা মিলবে না, তা স্পষ্ট করে দিয়েছে তারা। মেট্রো স্টেশন চালু হতে হতে আগামী বছর হয়ে যাবে। মেট্রো সূত্রে খবর, তারা গুরুত্ব দিচ্ছে দ্রুত যেন ক্ষুদিরাম মেট্রো স্টেশনের পরেই ক্রসওভার তৈরি হয়ে যায়। তাহলে রেক ঘোরানোর ঝক্কি আপাতত মিটবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: ক্ষুদিরাম মেট্রোর ক্রসওভার তৈরি হয়ে যাবে আগামী সপ্তাহেই, কবি সুভাষ চালু হতে আরও কত সময় লাগবে?
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement