TRENDING:

Mamata Banerjee: ১০০ দিনের কাজ, কাগজ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর, বললেন ‘ভিক্ষা চাই না, বাংলাই করবে'

Last Updated:

Mamata Banerjee:মঙ্গলবার রাসমেলা ময়দান থেকে এসআইআর থেকে ১০০ দিনের কাজ, একাধিক বিষয়ে কেন্দ্রকে তোপ মমতার৷

advertisement
কোচবিহার: কোচবিহারে রাজনৈতিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মঙ্গলবার রাসমেলা ময়দান থেকে এসআইআর থেকে ১০০ দিনের কাজ, একাধিক বিষয়ে কেন্দ্রকে তোপ মমতার৷ বিহারের ভোট কেনা নিয়েও কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী৷
‘১০০ দিনের কাজের টাকা দেওয়ার আমরাই দেব’, কেন্দ্রের চিঠি ছিঁড়ে প্রতিবাদ! ‘আবার ক্ষমতায় আসব’ কোচবিহার থেকে ঘোষণা মমতার
‘১০০ দিনের কাজের টাকা দেওয়ার আমরাই দেব’, কেন্দ্রের চিঠি ছিঁড়ে প্রতিবাদ! ‘আবার ক্ষমতায় আসব’ কোচবিহার থেকে ঘোষণা মমতার
advertisement

কোচবিহারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না। ভালবাসা দিয়ে কিনি৷ বিহারে টাকা দিয়ে ভোট কিনেছে বিজেপি। ভোটের আগে চা বাগান খোলা, কিছু দেওয়ার নামে নাটক করেন।’’ ১০০ দিনের কাজ নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: শীতের ‘সুপারফ্রুট’, ভিটামিন-সি-এর ভান্ডার, আমলকি খাওয়ার আগে সাবধান! কাদের মুখে তোলাও উচিত নয়, পরামর্শ দিলেন চিকিৎসক

advertisement

তিনি বলেন, ‘‘১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। কাজ করি আমরা, ভোট নেয় ওরা। বহু বন্ধ চা বাগান খুলেছি আমরা। ওরা দিল্লিতে আমাদের প্রতিনিধিদের অসম্মান করেছে। ১০০ দিনের প্রকল্পের জন্যে প্রতিনিধি দিল্লি গিয়েছিল। রিভিউ করার নামে ১৮৬টি টিম ওরা পাঠিয়েছে রাজ্যে। ভোটের আগে ১০০ দিনের কাজের টাকা দিতে পারে। ২ মাসের মধ্যে কাজ করা সম্ভব নয়। তারপর ওরা বলবে কাজ করতে পারেনি। বাংলা কোনওদিন মাথানত করেনি এবং করবেও না। বাংলা মাথা উঁচু করে চলে।’’

advertisement

আরও পড়ুন: রবিবারেই সূর্য-মঙ্গলের গোচরে আদিত্য–মঙ্গল রাজযোগ! ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে ৪ রাশির, টাকার বৃষ্টি

সেরা ভিডিও

আরও দেখুন
বক্সা জঙ্গলের মহাকাল সাফারির সময় পরিবর্তন! গাইড থেকে পর্যটক, সকলেই চিন্তিত
আরও দেখুন

১০০ দিনের কাজের টাকা দেওয়ার কথাও কোচবিহারের মঞ্চ থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘আমরা আবার ক্ষমতায় আসব। তোমাদের ভিক্ষে চাই না। আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। ১০০ দিনের কাজের টাকা আমরাই দেবো। যে চিঠি ওরা দিয়েছিল, তার কোনও গুরুত্ব নেই। তাই ছিঁড়ে দিলাম।’’

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: ১০০ দিনের কাজ, কাগজ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর, বললেন ‘ভিক্ষা চাই না, বাংলাই করবে'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল