কোচবিহারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না। ভালবাসা দিয়ে কিনি৷ বিহারে টাকা দিয়ে ভোট কিনেছে বিজেপি। ভোটের আগে চা বাগান খোলা, কিছু দেওয়ার নামে নাটক করেন।’’ ১০০ দিনের কাজ নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
তিনি বলেন, ‘‘১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। কাজ করি আমরা, ভোট নেয় ওরা। বহু বন্ধ চা বাগান খুলেছি আমরা। ওরা দিল্লিতে আমাদের প্রতিনিধিদের অসম্মান করেছে। ১০০ দিনের প্রকল্পের জন্যে প্রতিনিধি দিল্লি গিয়েছিল। রিভিউ করার নামে ১৮৬টি টিম ওরা পাঠিয়েছে রাজ্যে। ভোটের আগে ১০০ দিনের কাজের টাকা দিতে পারে। ২ মাসের মধ্যে কাজ করা সম্ভব নয়। তারপর ওরা বলবে কাজ করতে পারেনি। বাংলা কোনওদিন মাথানত করেনি এবং করবেও না। বাংলা মাথা উঁচু করে চলে।’’
আরও পড়ুন: রবিবারেই সূর্য-মঙ্গলের গোচরে আদিত্য–মঙ্গল রাজযোগ! ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে ৪ রাশির, টাকার বৃষ্টি
১০০ দিনের কাজের টাকা দেওয়ার কথাও কোচবিহারের মঞ্চ থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘আমরা আবার ক্ষমতায় আসব। তোমাদের ভিক্ষে চাই না। আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। ১০০ দিনের কাজের টাকা আমরাই দেবো। যে চিঠি ওরা দিয়েছিল, তার কোনও গুরুত্ব নেই। তাই ছিঁড়ে দিলাম।’’
