রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়ে রিভিউ মিটিংয়ের মঞ্চ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সেই ৮ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী নিজে। দুর্যোগের দিনে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করার জন্য সম্মানিত করা হয়েছে তাঁদের। এদের মধ্যে আলিপুরদুয়ার সিভিল ডিফেন্স টিমের তিন জন সদস্য রয়েছে।
advertisement
রবিবার জলদাপাড়ার নীলপাড়া কমিউনিটি হলে রিভিউ মিটিংয়ের মঞ্চে ডেকে তাদের পুরুষ্কৃত করেছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেককে সার্টিফিকেট ও নগদ দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। এই তালিকায় যেমন সিভিক ভলান্টিয়ার পুলিশ রয়েছে, তেমনই রয়েছেন ফরেস্ট গার্ড, ভিলেজ পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের সিভিল ডিফেন্সের কর্মীরা। এদিন ফাইটারদের পুরস্কৃত করার পর মুখ্যমন্ত্রী বললেন, ‘আগে থেকে এলাকা ফাঁকা করে দেওয়ার জন্য এখানে কোন প্রাণহানি হয়নি। যারা ভালো কাজ করেছেন এমন আট জনকে আমি পুরস্কৃত করেছি। অন্যান্যদেরও পুরস্কৃত করা হবে’।
দুর্যোগের পরেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ছুটেছিলেন। বিভিন্ন এলাকা পরিদর্শন করে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথাও জানান তিনি। মমতার নির্দেশে দ্রুত উদ্ধার ও পুনর্গঠনের কাজ শুরু হয়। এরপর রবিবার, ১২ অক্টোবর ফের উত্তরবঙ্গ সফরে আসেন মুখ্যমন্ত্রী। পুনর্গঠনের কাজ কত দূর এগিয়েছে তা খতিয়ে দেখতে আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠকে বসার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী এক সপ্তাহে দ্বিতীয়বার উত্তরবঙ্গ সফর।