সোমবারেও উত্তেজনা ছিলই৷ সারারাত এলাকা ছিল থমথমে৷ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে যায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ৷ ব্যাপক বোমাবাজি ও গুলিতে বারুদের গন্ধ গোটা এলাকায়৷ তৃণমূল ও কংগ্রেসের বেশ কয়েকজন কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত খবর, ৪ জন কংগ্রেস কর্মী ও ২ জন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে৷ গুলিবিদ্ধ ৪ কংগ্রেসকর্মীকে ভরতি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে৷ গুলিবিদ্ধ এক তৃণমূলকর্মীর অবস্থা আশঙ্কাজনক৷
advertisement
ধারাল অস্ত্রের ঘায়ে জখম হয়েছেন তৃণমূল কংগ্রেসের ৭ জন কর্মী৷ তাঁদের দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে৷ পরিস্থিতি সামলাতে এলাকায় প্রচুর পুলিশ নামানো হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2018 2:47 PM IST